ad
ad

Breaking News

passport

বদলেছে ঠিকানা, পাসপোর্টে রয়েছে পুরনো ঠিকানা ? অনলাইনে কীভাবে ঠিকানা আপডেট করবেন ?

প্রথমেই পাসপোর্ট সেবা পোর্টাল ওয়েবসাইট খুলুন। নিউ ইউজার রেজিষ্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন। বিশদ তথ্য দিন। যে পাসপোর্ট অফিসে যেতে চান তা বেছে নিন। ক্যাপচা ক্যারেক্টার দিন। রেজিস্টার বোতাম টিপুন

The address has changed, the old address is in the passport? How to update address online?

Bangla Jago Desk, Mou Basu : বদলে গেছে আপনার ঠিকানা? এদিকে পাসপোর্টে রয়েছে আপনার পুরোনো ঠিকানা? পাসপোর্ট সেবা কেন্দ্রে যাওয়ার সময় নেই? অনলাইনে কীভাবে পাসপোর্ট সেবা পোর্টালের মাধ্যমে ঠিকানা আপডেট করবেন?

কীভাবে পাসপোর্ট সেবা পোর্টালের মাধ্যমে পাসপোর্টে ঠিকানা আপডেট করবেন ?

প্রথমেই পাসপোর্ট সেবা পোর্টাল ওয়েবসাইট খুলুন। নিউ ইউজার রেজিষ্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন। বিশদ তথ্য দিন। যে পাসপোর্ট অফিসে যেতে চান তা বেছে নিন। ক্যাপচা ক্যারেক্টার দিন। রেজিস্টার বোতাম টিপুন। লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে পাসপোর্ট সেবা পোর্টালে লগ ইন করুন। অ্যাপ্লিক্যান্ট হোম পেজে যান অ্যাপ্লাই বোতাম টিপুন। ফ্রেশ পাসপোর্ট অথবা রিইস্যু অফ পাসপোর্ট অপশন বেছে নিন। রিইস্যু অফ পাসপোর্ট অপশন বেছে নিন। অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ক্লিক হেয়ার অপশন বেছে নিন। প্রয়োজনীয় নথিপত্র আপলোড দিন। টাইপ অফ অ্যাপ্লিকেশন ও পাসপোর্ট বুকলেট বেছে নিন। পরবর্তী ধাপে যেতে নেক্সট অপশন বেছে নিন। ভিউ সেভড/সাবমিটেড অ্যাপ্লিকেশন অপশন বেছে নিন। পে অ্যান্ড শিডিউল অ্যাপয়নমেন্ট অপশন বেছে নিন। ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট বা ডেবিট কার্ড মারফত অনলাইনে টাকা জমা দেওয়ার অপশন বেছে নিন। নেক্সট অপশনে ক্লিক করুন। পাসপোর্ট সেবা কেন্দ্র লোকেশন বেছে নিন। আবেদনপত্র প্রিন্ট আউট বের করে নিন। এসএমএসে কনফার্মেশন চলে এলে আবেদন রিসিপ্ট আনতে হবে না।





পাসপোর্টে ঠিকানা আপডেট করার জন্য কী কী নথি লাগবে—

পেমেন্ট রিসিপ্ট বা চালানের প্রতিলিপি। অনলাইনে আবেদনপত্রের প্রতিলিপি।
বর্তমান ঠিকানার প্রমাণস্বরূপ বিদ্যুতের বিল, আধার কার্ডের বা জলের বিলের প্রতিলিপি। কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা অবজারভেশন পেজের ডুপ্লিকেট তা সেলফ অ্যাটেসটেড করা থাকতে হবে। যদি প্রয়োজনে স্বামী বা স্ত্রীর পাসপোর্টের প্রতিলিপি।

অনলাইনে পাসপোর্টে ঠিকানা আপডেট করার কত খরচ ?

১০ বছরের বৈধতা সম্পন্ন পাসপোর্ট ৬০ পাতার, ফি ২ হাজার টাকা। ১০ বছরের বৈধতা সম্পন্ন পাসপোর্ট ৩৬ পাতার, ফি ১৫০০ টাকা। ততকাল প্রক্রিয়ায় ২ হাজার টাকা।