চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: মৌ বসু : স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা মটোরোলা নতুন বছরের শুরুতেই বাজেট স্মার্টফোন Moto G05 আনল। এটি শুধুমাত্র পকেট ফ্রেন্ডলি নয়, এই জি সিরিজের স্মার্টফোনে রয়েছে প্রিমিয়াম এডিশনের স্মার্টফোনের নানা ফিচার। প্রিমিয়াম স্মার্টফোনের মতোই Moto G05-এ বড়ো 6.67 ইঞ্চি ডিসপ্লে রয়েছে । এছাড়াও ক্যামেরা ও অন্যান্য একাধিক ফিচার রয়েছে যেগুলি প্রিমিয়াম সিরিজের স্মার্টফোনে থাকে ৷ Moto G05 মডেলটি হল Moto G04-এর উত্তরসূরি, যা গত বছর ফেব্রুয়ারিতে বাজারে এসেছিল। নতুন G05-এ রয়েছে পাঞ্চ-হোল ডিসপ্লে এবং প্যানটোন কিউরেটেড কালার সহ ভেগান লেদার ডিজাইন রয়েছে। এই নয়া মডেলের স্মার্টফোনে 5200mAh বিশাল ব্যাটারি এবং 50MP ক্যামেরার মতো চমকপ্রদ ফিচার রয়েছে। ফোনটি দুটি প্যানটোন কিউরেটেড রঙে – প্লাম রেড এবং ফরেস্ট গ্রিনে পাওয়া যাবে। উভয় ভ্যারিয়েন্টেই ভেগান লেদার ফিনিশ দেওয়া হয়েছে। Moto G05-এর বিক্রি শুরু হবে ১৩ জানুয়ারি দুপুর ১২টা থেকে।
যাঁরা সাশ্রয়ী মূল্যে উন্নত ফিচারযুক্ত স্মার্টফোন খুঁজছেন, তাঁদের জন্য মটোরোলার নয়া মডেলের স্মার্টফোন আদর্শ। কারণ, এতে 6.67-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, স্ক্রিনে গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে । Moto G05-তে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার ৷ 7x বাস বুস্ট এবং ডলবি অ্যাটমস চালিত হাই-রেস অডিও-র সুবিধা রয়েছে । ডিসপ্লেতে রয়েছে ওয়াটার টাচ প্রযুক্তি ৷ ফলে অল্প ভেজা হাতেও ফোন ধরা যাবে ৷ স্মার্টফোনটি শুধুমাত্র টেকসই নয়, অতিরিক্ত সুরক্ষার জন্য একটি IP52 রেটিং আছে ৷
[আরও পড়ুন: ল্যাপটপের দুনিয়ায় ঝড় তুলতে রোলেবেল ডিসপ্লের ল্যাপটপ আনছে Lenovo]
স্মার্টফোনটিতে একটি 50MP ক্যামেরা সিস্টেম রয়েছে ৷ অত্যাধুনিক কোয়াড পিক্সেল ফিচার এবং নাইট ভিশন মোড রয়েছে । এছাড়াও, 8 মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৷ ক্যামেরায় ফেস রি টাচের সুবিধা যোগ হয়েছে৷ Moto G05-এ রয়েছে পোর্ট্রেট ফটোগ্রাফি, টাইম ল্যাপস, লাইভ ফিল্টার, প্যানোরামা এবং লেভেলারের মতো বিভিন্ন ক্যামেরা মোডও রয়েছে । গুগল ফটো এডিটর, ম্যাজিক আনব্লার, ম্যাজিক ইরেজার এবং ম্যাজিক এডিটরের মতো টুল ব্যবহারের সুবিধা রয়েছে এই স্মার্টফোনে।
[আরও পড়ুন: প্রেম করছেন সানিয়া-ঋষভ! গুঞ্জন বলিউডে]
MediaTek Helio G81 Extreme প্রসেসর দেওয়া হয়ছে এই স্মার্টফোনে ৷ 4GB LPDDR4x RAM এবং 64GB UFS2.2 স্টোরেজ রয়েছে, 12GB পর্যন্ত সম্প্রসারণ করা যাবে ব়্যাম ৷ মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে ৷ এতে ট্রিপল কার্ড স্লট রয়েছে।
এই স্মার্টফোনে 5200mAh ব্যাটারি ইনস্টল করা হয়েছে, ফলে Moto G05 একবার চার্জে ২ দিন চলবে ৷ এর ব্যাটারি 18W চার্জার দিয়ে চার্জ করা যাবে। ভারতে ৬,৯৯৯ টাকার সাশ্রয়ী মূল্যে স্মার্টফোনটি ইন-বিল্ট 4GB RAM এবং 64GB স্টোরেজে পাওয়া যাচ্ছে ৷ ১৩ জানুয়ারি থেকে কেনা যাবে Flipkart, Motorola.in এবং বিভিন্ন দোকান থেকেও।