ad
ad

Breaking News

Samsung Galaxy M36 5G

Samsung Galaxy M36 5G: শক্তিশালী ব্যাটারি ও AI ফচার সহ লঞ্চ হল Samsung Galaxy M36 5G  

এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

samsung-galaxy-m36-5g-launched-with-powerful-battery

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: স্যামসাং এম সিরিজের নতুন স্মার্টফোন Samsung Galaxy M36 5G ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে আনল। সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি, সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ ভালো ক্যামেরা রয়েছে। Samsung Galaxy M36 5G ফোনে এক্সিনস প্রসেসর ও স্যামসাঙের নিজস্ব AI ফিচার ‘গুগল জেমিনি লাইভ’ রয়েছে।(Samsung Galaxy M36 5G)

[আরও পড়ুনঃ Road Protest: ইকরায় বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ, এডিডিএ’র আশ্বাসে মিলল স্বস্তি]

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৬,৪৯৯ টাকা। এটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে বলে জানা গেছে। Samsung-এর অফিশিয়াল ওয়েবসাইট, Amazon এবং দেশের বিভিন্ন দোকান থেকে ১২ জুলাই থেকে ফোন বিক্রি শুরু হবে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে অতিরিক্ত ১৫০০ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।(Samsung Galaxy M36 5G)

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি এর সামনে রয়েছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই স্মার্টফোনে এক্সিনস ১৩৮০ প্রসেসর। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি মডেলে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য Samsung Galaxy M36 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সাউন্ডের জন্য এই স্মার্টফোনে আছে ডলবি অ্যাটমস সাপোর্ট আর ৫জি কানেক্টিভিটি, ১৩টি ৫জি ব্যান্ড, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি, আইপি৬৭ রেটিংয়ের সুবিধা।