চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে POCO তাদের নতুন POCO F7 স্টাইলিশ লুক এবং দুর্দান্ত ফিচারের 5G স্মার্টফোন আনল। POCO F7 স্মার্টফোনটি 12GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম ৩১,৯৯৯ টাকা এবং 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম ৩৩,৯৯৯ টাকা রাখা হয়েছে। ১ জুলাই থেকে স্মার্টফোনের বিক্রি শুরু হবে।
POCO F7 স্মার্টফোনটিতে 2772 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5কে ডিসপ্লে রয়েছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সিকিউরিটির জন্য কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে।
POCO F7 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 15 এবং HyperOS আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 অক্টাকোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য স্মার্টফোনটিতে Adreno 825 জিপিইউ রয়েছে।
[আরও পড়ুনঃ Amarnath Yatra: অমরনাথ যাত্রা উপলক্ষে বাড়ানো হল কাশ্মীরের নিরাপত্তা]
POCO F7 স্মার্টফোনে 3D IceLoop System রয়েছে, যা AI টেম্পারেচারের কন্ট্রোল সিস্টেম সহ কাজ করে। অন্যদিকে 5G স্মার্টফোন 6000mm² ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে, এর ফলে গেমিঙের সময় স্মার্টফোন কম গরম হবে। POCO F7 স্মার্টফোনে 12GB RAM আর টার্বো RAM ফিচার রয়েছে, যা 12GB ফিজিক্যাল RAM এবং 12GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 24GB RAM (12GB + 12GB) পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনে LPDDR5X RAM + UFS4.1 Storage ফিচার সাপোর্ট রয়েছে।
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial]
এছাড়াও এতে 7,550এমএএইচ ব্যাটারি রয়েছে। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে এফ/1.55 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর রয়েছে। এই সেন্সর লো লাইটের ক্ষেত্রেও দারুণ ফটোগ্রাফি ও ভিডিও ক্যাপচার করা যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য POCO F7 5G স্মার্টফোনে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।