Bangla jago Desk: মৌ বসু: গাড়িপ্রেমী ভারতীয়দের জন্য নয়া উপহার আনল বিদেশি গাড়ি প্রস্তুতকারক সংস্থা Rolls-Royce। ভারতীয় বাজারে এসেছে Rolls-Royce Ghost Series 2। দাম শুরু হচ্ছে ৮.৯৫ কোটি টাকা (এক্স-শোরুম) থেকে ৷ বিলাসবহুল সেডান গাড়িটি একেবারে রিফ্রেশড ডিজাইনের এবং রয়েছে অ্যালয় হুইল ৷ আপাতত স্ট্যান্ডার্ড, এক্সটেন্ডেড এবং ব্ল্যাক ব্যাজ এই তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই বিলাসবহুল সেডান গাড়ি। ৮.৯৫ কোটি টাকা থেকে দাম শুরু হলেও বিলাসবহুল গাড়িটির এক্সটেন্ডেড ভেরিয়েন্টের দাম ১০.১৯ কোটি টাকা পর্যন্ত ৷ এছাড়াও টপ-স্পেক ব্ল্যাক ব্যাজ ভ্যারিয়েন্টের দাম ১০.৫২ কোটি টাকা।
এরমধ্যেই গাড়ির বুকিং শুরু হয়ে গেছে। Rolls-Royce Ghost Series 2 মডেলের বিলাসবহুল এই সেডান গাড়িটির অভ্যন্তরের নকশাতেও পরিবর্তন আনা হয়েছে ৷ কেবিনে ডুয়েলটোন দেওয়া হয়েছে ৷ ধূসর দাগযুক্ত ছাই এবং ডুয়ালিটি টুইলের মতো নতুন উপকরণ দেওয়া হয়েছে । পুরো ড্যাশবোর্ড জুড়ে রয়েছে কাচের প্যানেলও দেওয়া হয়েছে । এছাড়াও নতুন ফেসলিফট মডেলে ফ্রন্ট প্রোফাইলেও পরিবর্তন আনা হয়েছে ৷ এতে রয়েছে একটি ছোট ফ্রন্ট গ্রিল, প্রজেক্টর হেডলাইট (এলইডি ডিআরএল) এবং উভয় দিকের টেললাইটের নকশাতেও পরিবর্তন করা হয়েছে ৷ গাড়ির পিছনের সিটের যাত্রীদের জন্য ইনফোটেইনমেন্ট সিস্টেম ও ওয়্যারলেস হেডফোনের সুবিধা রয়েছে । নতুন মডেলে একটি 1400 ওয়াট প্রিমিয়াম সাউন্ড সিস্টেমও দেওয়া হয়েছে । আপডেট করা Rolls-Royce Ghost Series 2 6.75-লিটার টুইন-টার্বো V12 ইঞ্জিন দ্বারা চালিত।