ad
ad

Breaking News

Meta

বড় সিদ্ধান্ত মেটার! অবাঞ্ছিত অশালীন ছবি এবার ব্লার করবে ইন্সটাগ্রাম

ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত অশালীন ছবি সাধারণ মানুষের চোখের থেকে আড়াল করতে নতুন নিয়ম চালু করা হচ্ছে

Make big decisions! Instagram will now blur unwanted indecent pictures

Bangla Jago Desk : বড় সিদ্ধান্ত মেটার। এবার ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত অশালীন ছবি সাধারণ মানুষের চোখের থেকে আড়াল করতে নতুন নিয়ম চালু করা হচ্ছে। এবার থেকে এই ধরনের ছবিগুলিকে মেয়েটা নিজে থেকেই ব্লার অর্থাৎ অস্পষ্ট করে দেবে। এই ব্যবস্থা প্রধানত তিনটি সমস্যা সমাধানের লক্ষ্যে করা হচ্ছে। এই সমস্যাগুলি সামাজিক মাধ্যমে অন্যতম গুরুত্বপূর্ণ বেশ কিছু সমস্যা।

প্রথমত, কোন কিশোর বা কিশোরী যখন এই ধরনের অশ্লীল ফটো পায় বা তারা চায় না তবুও তাদের দেখানো হয়। দ্বিতীয়ত, এই ধরনের অশালীন ছবি পাঠানো আইন বিরুদ্ধ। তৃতীয়ত, এমন কিছু স্ক্যাম রয়েছে যেখানে কিশোর কিশোরী বিশেষত ছেলেদের কে বিভিন্ন অশালীন ছবি পাঠিয়ে প্রতারিত করা হয়।

মেয়েটা ইনস্টাগ্রাম এর মালিকাদিন কোম্পানি। তারা সরাসরি এই বার্তা গুলিকে বন্ধ করতে চাইছে। যদিও এক্ষেত্রে ব্যবহারকারীর জন্ম তারিখের ওপর ভিত্তি করে ছবিগুলি নির্ধারিত হবে। জন্মতারিখ যা দেওয়া থাকবে তা বিবেচনা করে মিটার এআই সেই অনুযায়ী ফটো অস্পষ্ট করে দেবে। একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমের জানানো হয়েছে, যদি কেউ এমন অশ্লীল ছবি পান তাহলে তারা একটি পপ আপ বার্তা পাবেন যাতে সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করা থাকবে। যেখান থেকে ব্যবহারকারী বুঝতে পারবেন নোটিফিকেশনটিকে ব্লক করতে হবে কিনা বা রিপোর্ট করতে হবে কিনা।





এই ধরনের স্পেশাল ফিচার ব্যবহারকারীর অ্যাকাউন্ট গুলির সাথে ডিফল্ট রূপে কাজ করবে। তবে তারা চাইলেই এই বিষয়টি বেছে নিতে পারে। এ সমস্ত ফিচার গুলি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে চালু হবে। আগামী মাসের মধ্যে এই সমস্ত ফিচার বিশ্বব্যাপী চালু হয়ে যাবে। যদি ওই ধরনের পিকচার গুলি facebook, messenger বা whatsapp এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।