ad
ad

Breaking News

Lenskart Smartglasses

স্মার্টগ্লাসের সাহায্যে ইউপিআই পেমেন্ট! জানুন বিস্তারিত

ভারতের জনপ্রিয় চশমা প্রস্তুতকারক সংস্থা লেন্সকার্ট সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে বিশেষ এক স্মার্টগ্লাস আনতে চলেছে।

Lenskart Smartglasses to Enable UPI Payments Hands-Free

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আজকাল অনেকেই অনলাইনের মাধ্যমে আর্থিক লেনদেনে অভ্যস্ত। সহজ উপায়ের জন্য জনপ্রিয় ইউপিআই পেমেন্ট। এবার ইউপিআই পেমেন্ট করতে হলে আর মোবাইল ব্যবহার করতে হবে না। ভারতের জনপ্রিয় চশমা প্রস্তুতকারক সংস্থা লেন্সকার্ট সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে বিশেষ এক স্মার্টগ্লাস আনতে চলেছে (Lenskart Smartglasses)।

[আরও পড়ুন: ১০০ শতাংশ শুল্ক স্থগিত, সমঝোতার পথে ট্রাম্প-জিনপিং]

বি ক্যামেরা স্মার্টগ্লাস নামক সেই স্মার্ট চশমার মাধ্যমে অনায়াসে ইউপিআই পেমেন্ট করা যাবে। এসব স্মার্টগ্লাসে বিল্ট ইন ইউপিআই ইন্টিগ্রেশন ফিচার থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে কিউআর কোড স্ক্যান করে ভয়েজ কমান্ড অথেনটিকেশন প্রক্রিয়ার সাহায্যে পেমেন্ট করতে পারবেন। মোবাইল ফোন বা পিন নম্বর টাইপ করার দরকার পড়বে না (Lenskart Smartglasses)।

সম্প্রতি মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টার গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে বি ক্যামেরা স্মার্টগ্লাসের মডেল উন্মোচন করা হয়। এটিই হবে ভারতের প্রথম স্মার্টগ্লাস যার মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা যাবে।

FB POST: https://www.facebook.com/share/r/1JAEQ5Fuef/

লেন্সকার্টের কর্ণধার পীযূষ বনসাল জানান, আমাদের জীবনে ক্রমশ অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে স্মার্টগ্লাস। অনলাইন আর্থিক লেনদেন সহজ করার লক্ষ্যে আমরা স্মার্টগ্লাসের ক্যামেরার মধ্যে পেমেন্ট প্রক্রিয়া ঢুকিয়ে দিয়েছি। বি ক্যামেরা স্মার্টগ্লাসের সঙ্গে যুক্ত থাকবে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনসিপিআইয়ের ইউপিআই সার্কেল। এর ফলে ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর স্মার্টগ্লাস সুরক্ষিত ভাবে যুক্ত থাকবে। শুধু কিউআর কোডের দিকে তাকাতে হবে। বিল্ট ইন ক্যামেরা কোড স্ক্যান করবে। ব্যবহারকারী ভয়েজ কমান্ডের মাধ্যমে কনফার্ম করবেন পেমেন্ট। মোবাইল ফোন ব্যবহার করার বা পিন নম্বর টাইপ করার দরকার পড়বে না (Lenskart Smartglasses)।