সংগৃহীত
Bangla Jago Desk: লাভা মোবাইল ভারতের বাজারে ভারতীয় ক্রেতাদের কথা ভেবে তাদের নতুন স্মার্টফোন Lava Yuva 4 এনেছে। ৭ হাজার টাকার নীচের দামে এটি একটি ফিচার প্যাকড স্মার্টফোন। লাভা যুবা 4 এর 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা।
এর 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখনও প্রকাশ করা হয়নি। ফোনটি নভেম্বরের শেষ থেকে বিভিন্ন দোকানে মিলবে। ১ বছরের ওয়ারেন্টি ও ফ্রি হোম সার্ভিসের সুবিধা মিলবে। গ্লসি হোয়াইট, গ্লসি পার্পল এবং গ্লসি ব্ল্যাক রঙে মিলবে এই নয়া মডেলের স্মার্টফোন।
লাভা যুবা 4 ফোনে রয়েছে ইউনিসোক টি৬০৬ প্রসেসর। এই ফোনে পাওয়া যাবে 4 জিবি ফিজিক্যাল র্যাম এবং 4 জিবি ভার্চুয়াল র্যাম। আবার এই স্মার্টফোনে 6.56-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। ফোন আনলক করার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও ব্যবহার করা হয়েছে। ছবি ও ভিডিও তোলার জন্য ফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। স্মার্টফোনে 5000mAh ব্যাটারি আছে যা10W চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে। এতে একটি সিঙ্গেল স্পিকার রয়েছে।