চিত্র : নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে আসল 7300mAh ব্যাটারি সহ iQOO Z10 5G ফোন। iQOO Z10 5G স্মার্টফোনের বিশেষত্ব হল এর সবচেয়ে বড় ব্যাটারি। এই প্রথম এত বড়ো ব্যাটারিযুক্ত কোনো মডেলের ফোন ভারতের বাজারে আসল। এখনও পর্যন্ত শুধুমাত্র এত বড় ব্যাটারি Tablet এর ক্ষেত্রে ব্যাবহার করা হয়েছিল।
এই ফোনটিতে সিলিকন কার্বন অ্যানোড টেকনোলজির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ভারতীয় বাজারে iQOO Z10 5G ফোনটির দাম ২১,৯৯৯ টাকা থেকে শুরু। ১৬ এপ্রিল থেকে ফোনের বিক্রি শুরু হবে। একইসঙ্গে ফোনটি ২ হাজার টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাবে।
iQOO Z10 5G ফোনটি Glacier Silver এবং Stellar Black রঙে মিলবে। iQOO Z10 5G ফোনটিতে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। অ্যামোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। iQOO Z10 5G ফোনটিতে ইন-ডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
iQOO Z10 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 রয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.8GHz থেকে 2.5GHz ক্লক স্পিডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 অক্টাকোর প্রসেসর ও গ্রাফিক্সের জন্য iQOO Z10 5G ফোনে জিপিইউ সাপোর্ট রয়েছে।
[আরও পড়ুন: নববর্ষে বয়রা কালী মন্দিরে ভক্তদের ঢল, পুজোতে গা ভাসলেন হাজারো মানুষ]
ভারতে iQOO Z10 5G স্মার্টফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে8GB ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB+8GB) এর সুবিধা পাওয়া যাবে। একইভাবে 12GB ফিজিক্যাল RAM এবং 12GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 24GB RAM (12GB+12GB) সুবিধা পাওয়া যাবে।
এছাড়া iQOO Z10 5G ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 Storage সাপোর্ট করে। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং OIS ফিচার সহ এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল এবং এফ/2.4 অ্যাপারর্চারযুক্ত মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য iQOO Z10 5G ফোনে এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।