ad
ad

Breaking News

smartwatch

নতুন স্মার্টওয়াচে ইসিজি সেন্সর, ভারতীয় ক্রেতাদের কথা ভেবে বাজারে নতুন স্মার্টওয়াচ Huawei

হুয়াওয়েই ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে নতুন স্মার্টওয়াচ Huawei GT 5 Pro আনল। নতুন স্মার্টওয়াচে ইসিজি সেন্সর, অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ইসিজি অ্যানালাইসিস ও স্লিপ অ্যানালাইসিসের মতো গুরুত্বপূর্ণ হেলথ মনিটরিং ফিচার রয়েছে।

Huawei launches smartwatch with optical heart rate sensor, ECG analysis features

Bangla Jago Desk: মৌ বসু, হুয়াওয়েই ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে নতুন স্মার্টওয়াচ Huawei GT 5 Pro আনল। নতুন স্মার্টওয়াচে ইসিজি সেন্সর, অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ইসিজি অ্যানালাইসিস ও স্লিপ অ্যানালাইসিসের মতো গুরুত্বপূর্ণ হেলথ মনিটরিং ফিচার রয়েছে। হুয়াওয়েই জিটি 5 প্রো স্মার্টওয়াচ ব্ল্যাক সিলিকন স্ট্র্যাপের সঙ্গে সিলিকন ভ্যারিয়েন্ট এবং টাইটানিয়াম স্ট্র্যাপের সঙ্গে ক্লাসিক ভ্যারিয়েন্টে মিলবে। কেনা যাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজন ই-কমার্স প্লাটফর্মের মাধ্যমে।

[আরও পড়ুনঃ প্রায় আড়াই বছর পর চালু ‘উৎসশ্রী’ পোর্টাল! জেনারেল ট্রান্সফার নিয়ে কি জানাল শিক্ষা দফতর

হুয়াওয়েইয়ের সিলিকন ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৯,৯৯৯ টাকা এবং ক্লাসিক ভ্যারিয়েন্টের দাম পড়বে ৩৯,৯৯৯ টাকা।হুয়াওয়েই জিটি 5 প্রো স্মার্টওয়াচে আছে 466 x 466 পিক্সেল রেজোলিউশন সহ 1.43-ইঞ্চি AMOLED ডিসপ্লে। এতে রোটেটিং ক্রাউন সহ হোম বোতাম এবং সাইড বোতাম রয়েছে। অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ইসিজি সেন্সর, ডেপথ সেন্সর এবং টেম্পারেচার সেন্সর ইত্যাদি হেলথ ফিচারের সুবিধা ছাড়াও এই স্মার্টওয়াচে অ্যাকসিলরোমিটার সেন্সর, জাইরোস্কোপ সেন্সর, ব্যারোমিটার সেন্সর এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরও রয়েছে।

[আরও পড়ুনঃ প্রেম করছেন সুহানা-অগস্ত্য, পার্টি করতে গেলেন বাংলোতে

এছাড়াও শতাধিক স্পোর্টস মোড রয়েছে। গল্ফ, ড্রাইভিং এবং ট্রেইল রানের মতো প্রো স্পোর্টস মোডও আছে। এই স্মার্টওয়াচে মাইক ও স্পিকারও পাওয়া যাবে। এটির ব্যাটারি লাইফ ১৪ দিন পর্যন্ত। তবে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার অন থাকলে এটি একবার চার্জে ৫ দিন পর্যন্ত চলবে। 5ATM এবং IP69K রেটিং রয়েছে এই স্মার্টওয়াচে। ব্লুটুথ 5.2, জিপিএস এবং এনএফসি এর মতো কানেক্টিভিটি অপশনও আছে।