ad
ad

Breaking News

TECH

গরমে এসি ব্যবহার করছেন, এদিকে বিদ্যুতের বিল চড়চড়িয়ে বাড়ছে, কীভাবে খরচে লাগাম পড়াবেন?

পুরোনো মডেলের চেয়ে নতুন অত্যাধুনিক এসি এনার্জি এফিশিয়েন্ট হলেও কিছু তো বিদ্যুৎ খরচ হয়েই

How to curb spending

Bangla Jago Desk, Mou Basu: চৈত্রের শেষেই সূয্যিমামার গনগনে উত্তাপে পুড়ছে গোটা বঙ্গ। বাইরের মতো ভ্যাপসা গরমে ঘরেও নেই স্বস্তি নেই। আরাম পেতে ও বৈদ্যুত্যিক নানান সরঞ্জামকে ঠিক রাখতে অনেকেই তাই আজকাল এসি ব্যবহার করেন। এদিকে চড়চড়িয়ে বাড়ছে বিদ্যুতের বিল। পুরোনো মডেলের চেয়ে নতুন অত্যাধুনিক এসি এনার্জি এফিশিয়েন্ট হলেও কিছু তো বিদ্যুৎ খরচ হয়েই তাই
কীভাবে লাগাম পড়াবেন খরচে—

১) এসি বন্ধ করার সময় মেইন সুইচ অফ করবেন। শুধু রিমোট কন্ট্রোল দিয়ে সুইচ অফ করবেন না। এতে পরের বার চালালে এসির কম্প্রেসরের ওপর বেশি চাপ পড়ে।

২) আমাদের ভুল ধারণা আছে যে এসির তাপমাত্রা বেশি কমালেই ঠান্ডা ভালো হয়। ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি জানিয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই একেবারে ঠিকঠাক। এই তাপমাত্রায় এসি ব্যবহার করলে বিদ্যুতের সাশ্রয় হয়।





৩) বিদ্যুতের অপচয় রুখতে টাইমার সেট করে রাখুন। যে সময় এসি ব্যবহার করবেন না টাইমার সেট করা থাকলে এসি আপনাআপনি বন্ধ হয়ে যাবে।

৪) এসি বন্ধ করার আগে ঘরের মধ্যে হাওয়া চলাচল ভালো করে করান। দরজা, জানলা খুলে দিন। সিলিং ফ্যান চালান বদ্ধ ঘরের তাপ বের করে দিতে। এতে ঘরের তাপমাত্রা কমবে। ঘর ঠান্ডা থাকবে ভালো।

৫) এসির সার্ভিসিং করান। নিয়মিত মেরামত ও পরিষ্কার করান ঘরের এসি।

৬) এসি চলার সময় ঠান্ডা বাতাস যাতে বাইরে না বেরিয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। এতে তাড়াতাড়ি ঘর ঠান্ডা হবে। এসির সঙ্গে মাঝারি স্পিডে পাখা চালাবেন তাতে ঠান্ডা বাতাস ঘরের চারিদিকে ছড়াবে