চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: গুগল মিটকে আরও নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়ন্ত্রিত করে তুলতে এবার গুগল মিটে যোগ হয়েছে এক গুরুত্বপূর্ণ ফিচার — ‘ওয়েটিং রুম’ (Google Meet Waiting Room)। নয়া ফিচারের মাধ্যমে কোনো মিটিংয়ে অংশগ্রহণকারীরা সরাসরি যোগ দিতে পারবেন না, বরং মিটিংয়ে প্রবেশের আগে একটি ভার্চুয়াল ওয়েটিং এরিয়ায় অপেক্ষা করবেন, যতক্ষণ না হোস্ট তাদের অনুমতি দেন। নতুন ফিচারের ফলে মিটিং হোস্টরা এখন আরও বেশি নিয়ন্ত্রণ এবং গোপনীয়তা বজায় রাখতে পারবেন। এই এই ফিচারটি বিশেষভাবে তৈরি হয়েছে অনিচ্ছাকৃত প্রবেশ বা ‘জুমবম্বিং’-এর হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য।
এই ফিচারের মাধ্যমে হোস্টরা শুধু অংশগ্রহণকারীকে অনুমতি দেওয়া বা প্রত্যাখ্যান করতেই পারবেন না, চাইলে মিটিং চলাকালীনও কাউকে আবার ওয়েটিং রুমে পাঠাতে পারবেন। এমনকি ওয়েটিং রুমে অপেক্ষারত অংশগ্রহণকারীদের জন্য হোস্টরা বার্তাও দিতে পারবেন। মিটিং চলাকালীন হোস্টরা Chat ট্যাব থেকে ওয়েটিং রুমে থাকা অংশগ্রহণকারীদের বার্তা পাঠাতে পারবেন। এর জন্য Chat > To > Waiting room নির্বাচন করে বার্তা লিখে Send বাটনে চাপলেই হবে।
আবার কেউ চাইলে হোস্ট People ট্যাবে গিয়ে ওয়েটিং রুম ও মেইন রুমের মধ্যে অংশগ্রহণকারীকে স্থানান্তর করতে পারবেন। নতুন ফিচারের রোলআউট শুরু হয়েছে ২৩ অক্টোবর, এবং গুগল জানিয়েছে যে আগামী ১৫ দিনের মধ্যে এটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। এই আপডেটটি বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস প্লাস, এন্টারপ্রাইজ এসেনশিয়ালস, এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড, এন্টারপ্রাইজ প্লাস, এডুকেশান প্লাস এবং গুগল ওয়ার্কস্পেস ইনডিভিজুয়াল অ্যাকাউন্টে পাওয়া যাবে।
কীভাবে চালু করবেন গুগল মিটের ওয়েটিং ফিচার
কয়েকটি ধাপ অনুসরণ করেই ওয়েটিং রুম চালু করা সম্ভব। প্রথমে Google Calendar খুলে Create > Event অপশনে ক্লিক করুন। এরপর মিটিংয়ের শিরোনাম ও বিস্তারিত যোগ করে More Options নির্বাচন করুন। তারপর Event details ট্যাবে গিয়ে Add Google Meet video conferencing অপশনে ক্লিক করে Video call options খুলুন। সেখানে Waiting Room অপশনটি অন করুন। সবশেষে নিচের দিকে গিয়ে Save এ ক্লিক করে পরিবর্তনটি সংরক্ষণ করুন।