ad
ad

Breaking News

X handle

আর ‘ফ্রি’তে নয়, X হ্যান্ডেল ব্যবহারকারীদের দিতে হবে চার্জ, নয়া সিদ্ধান্ত ইলন মাস্কের সংস্থার

নতুন করে যারা এক্স হ্যান্ডেলে নথিভূক্ত হচ্ছেন তাদের জন্য নয়া নীতি চালু করতে চলেছে এই সংস্থা

And not 'free', X handle users will have to pay a charge, the new decision of Elon Musk's company

Bangla Jago Desk : টুইটার সামাজিক মাধ্যমে খুব জনপ্রিয় প্ল্যাটফর্ম। এখন এই প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেল নামে পরিচিত। সাধারণত সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ ফ্রিতে এই মাধ্যমে মতামত প্রদান করে থাকেন সকলেই। তবে সেই ফ্রি’র দিন শেষ হতে চলেছে। নতুন করে যারা এক্স হ্যান্ডেলে নথিভূক্ত হচ্ছেন তাদের জন্য নয়া নীতি চালু করতে চলেছে এই সংস্থা। এক্স হ্যান্ডেলে যারা নতুন করে যোগদান করবেন তাদের জন্য একটি মিনিমাম চার্জ নেবে তারা। যারা লাইক করবেন, পোস্ট করবেন বা রিপ্লাই দেবেন – বুক মার্কিং টুইটের জন্য ছোট ফি দিতে হবে। তবে সেই চার্জ কত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। জানা গিয়েছে সংস্থাটি প্রথমে দেখে নিতে চাই যারা এক্স হ্যান্ডেল ব্যবহার করছেন তারা কত সময় দিচ্ছেন এই প্লাটফর্মে। সময় ব্যবহারের উপর নিরুপম হবে চার্জ। তবে যারা এই প্লাটফর্মে অনেক আগে থেকে রয়েছেন তাদের জন্য এই চার্জ ধার্য হবেনা। নতুন নিয়ম চালু হলে তারপর যারা এই প্লাটফর্মে অংশ নেবেন তাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। তবে সেই চার্জ খুব বেশি হবে না বলেই সংস্থাটির পক্ষ থেকে ইঙ্গিত করা হয়েছে। বার্ষিক একটি চার্জ নেয়ার সিদ্ধান্ত নিতে চলেছে এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষ।
কেন এ ধরনের নতুন নিয়ম আনতে চলেছে সংস্থাটি? জানা গিয়েছে নিরাপত্তার স্বার্থে এই নয়া নিয়ম তারা চালু করবে। ভূয়ো অ্যাকাউন্ট রোধ করা সম্ভব হবে বলে এ বিষয়ে মন্তব্য করেছেন সংস্থার প্রধান ইলন মাস্ক। বিশ্বের কয়েকটি দেশে ইতিমধ্যেই এই নয়া বিধি তারা চালু করেছে এমন খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, ফিলিপাইন। ইলন মাস্ক স্প্যাম এবং বট অ্যাকাউন্ট এর বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। সেই উদ্বেগ দূর করতে এই নয়া সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
সাধারণত এক্স হ্যান্ডেল ব্যবহার হয়ে থাকে গোটা বিশ্বে। রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সহ নানান বিষয়ে মতের আদান-প্রদান হয়। সেই মতামত দ্রুত ছড়িয়ে পড়ে দেশে বিদেশে। সহজেই তথ্য চলে আসে ঘরের ড্রয়িং রুমে। এতদিন যে তথ্য বিনামূল্যে প্রদান করতে পারতেন তাদেরকে নতুন করে এই একাউন্টে নথিভুক্ত হতে খরচ করতে হবে। আর বিনামূল্যে ব্যবহার করতে পারবেন না এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা।