Bangla jago Desk, মৌ বসু: AKAI ভারতের বাজারে ১০০ ইঞ্চি স্ক্রিনের নতুন 4K QLED Google TV আনল। এই টিভি দুটি সাইজ এবং 2 বছরের ওয়ারেন্টি সহ এসেছে। টিভিতে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট, 400 নিটস পীক ব্রাইটনেস, MEMC ফিচার, HDR 10+ এবং HLG মতো ফিচার রয়েছে। AKAI 4K QLED TV ৭৫-ইঞ্চি টিভির দাম ৯৯,৯৯০ টাকা আর ১০০-ইঞ্চির মডেলটির দাম ৩,৯৯,৯৯০ টাকা।
নয়া মডেলের টিভি AKAI TV ইলেক্ট্রনিক মার্ট ইন্ডিয়া এবং দোকান থেকে কেনা যাবে। AKAAI 4K QLED TV র ৭৫ ইঞ্চির মডেলে 60Hz রিফ্রেশ রেট, 350 নিটস পিক ব্রাইটনেস, 178-ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ভিউইং, HDR 10+ এবং HLG সহ 4K QLED ডিসপ্লে রয়েছে। অন্যদিকে ১০০-ইঞ্চির মডেলে 120Hz রিফ্রেশ রেট, 400 নিটস পিক ব্রাইটনেস রয়েছে।
এছাড়াও AKAI 4K QLED TV তে ডলবি ভিজন এবং ডলবি অ্যাটমস এর মতো ফিচার রয়েছে। এতে ইনবিল্ড মিরাকাস্ট এবং ক্রোমকাস্ট সহ Google Play এবং Google Assistant সাপোর্ট দেওয়া হয়েছে। পাশাপাশি, AKAI স্মার্ট টিভিতে বিভিন্ন কানেক্টিভিটি ফিচার সহ 2 USB পোর্ট, 3 HDMI পোর্ট এবং একটি LAN পোর্ট রয়েছে।