গ্রাফিক্স: নিজস্ব
Bangla Jago Desk: এবার থেকে চাষাবাদে সাহায্য করবে এআই প্রযুক্তি নির্ভর রোবট। না, এটা কোনো বিদেশি দেশের ঘটনা নয়, দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় এবার চাষাবাদ করতে কৃষকদের সহায়তা করবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর রোবট। কৃষিজমির মাটির মান, কতটা ফসলের বৃদ্ধি হল, ফসল পোকা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রোবট। কৃষি জমি থেকে আগাছা পরিষ্কার করা, পোকামাকড় ধ্বংস করা থেকে শুরু করে সঠিক পরিমাণে কৃষি জমিতে সার, কীটনাশক প্রয়োগ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এআই প্রযুক্তি নির্ভর রোবট (AI Robots)।
আরও পড়ুনঃ Mumbai: মা টিউশন যেতে বলায় বহুতল থেকে ঝাঁপ কিশোরের
তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের রাজেন্দ্রনগরে আচার্য জয়শঙ্কর তেলেঙ্গানা স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এআই, রোবোটিকস ও আইওটি নির্ভর স্মার্ট কৃষি ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। ভারতে প্রথম বার এমন ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। ল্যাবরেটরির উদ্দেশ্য হল ২০৪৭ সালের মধ্যে দেশের স্বাধীনতার শতবর্ষের মধ্যে কৃষি ক্ষেত্রে রোবটের ব্যবহার শুরু করা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই ১৫ কোটি টাকা আর্থিক সাহায্য করেছে। এক একর জমির ওপর তৈরি হওয়া এই ল্যাবরেটরি আগামী ৩ মাসের মধ্যে চালু হয়ে যাবে (AI Robots)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
ল্যাবরেটরিতে এআই অ্যান্ড কম্পিউটার ভিশন প্রযুক্তির সাহায্যে পাতার রঙ, আকার, ফসলের সঠিক বৃদ্ধি যাচাই করা হবে। রিয়েল টাইম আবহাওয়ার পূর্বাভাস ও মাটির তথ্যর ওপর নির্ভর করে আইওটি সেন্সর জমিতে সঠিক পদ্ধতিতে জল দেবে। রোবোটিকস ও মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে কৃষি জমি থেকে আগাছা পরিষ্কার করা, পোকামাকড় ধ্বংস করা হবে। স্বয়ংক্রিয় ভাবে সার ও বীজ ছড়ানো হবে। এছাড়াও কৃষক, কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দক্ষতা বাড়ানো হবে। এআই, ড্রোন, রোবোটিকস, মেকাট্রনিকস প্রযুক্তি সম্পর্কে শিক্ষা দেওয়া হবে (AI Robots)।