ad
ad

Breaking News

Sachin Tendulkar Amitabh Bachchan

কেউ ডানহাতি, কেউ বাঁহাতি, রহস্য লুকিয়ে জিনে

বিশ্বের মাত্র ১০% মানুষ বাঁ হাতি।

Some are right-handed, some are left-handed, hiding secrets

Bangla Jago Desk,মৌ বসু:রোমান সম্রাট জুলিয়াস সিজার, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, বিজ্ঞানী মেরি কুরি, মহাকাশচারী নিল আর্মস্ট্রং, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বারাক ওবামা, শাহেনশাহ অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যর উইনস্টন চার্চিল ও ডেভিড ক্যামেরন, প্রিন্স উইলিয়াম, অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জোবস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মধ্যে যদি বলি কী মিল আছে বলতে পারবেন? উত্তর হল, প্রত্যেকেই বাঁ হাতি। বিশ্বের মাত্র ১০% মানুষ বাঁ হাতি। দীর্ঘদিন ধরে গবেষণা হয়েছে কেন বেশির ভাগ মানুষ ডান হাতি হয় আর মাত্র ১০% মানুষ বাঁ হাতি হয়। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে কোন মানুষ ডান হাতি হবে আর কে বাঁ হাতি হবে, সেই রহস্য লুকিয়ে আছে জিনে। নেদারল্যান্ডসের Max Plank Institute for Psycholinguistics এর বিজ্ঞানী ক্লাইড ফ্রাঙ্কস জানান বিরল এক জিনের খোঁজ মিলেছে যা ডান হাতি দের তুলনায় বেশি পরিমাণে মিলেছে বাঁ হাতিদের শরীরেই। বেশির ভাগ মানুষের মস্তিষ্ককে যদি পরিষ্কার ২টি অর্ধে ভাগ করা হয় তাহলে দেখা যাবে প্রত্যেক মানুষের সঙ্গে প্রত্যেক মানুষের মস্তিষ্কের কার্যকারিতার অনেক ফারাক আছে। বেশির ভাগ মানুষের মস্তিষ্কের বাম দিক ডান হাতকে নিয়ন্ত্রণ করে। নার্ভ ফাইবার মস্তিষ্কের নিম্নাংশে বাম দিক থেকে ডান দিকে গেছে। কিন্তু বাঁ হাতি মানুষের মস্তিষ্কের ডান দিক নিয়ন্ত্রণ করে বাম হাতকে। মস্তিষ্কের কোন দিক কোন হাতকে নিয়ন্ত্রণ করবে তা আদতে নিয়ন্ত্রণ করে TUBB4B নামক বিরল জিন। এই বিরল জিনের মিউটেশন বেশি হয় বাঁ হাতিদের মস্তিষ্কে। ব্রিটেনে সাড়ে ৩ লাখের বেশি বয়স্ক ও মধ্যবয়সিদের ওপর গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা যায় মাত্র ১১% বাঁ হাতি। Nature Communication নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।

বাঁ হাতিদের নিয়ে কিছু অদ্ভুত তথ্য—

১) বাঁ হাতি মানুষ মস্তিষ্কের ডান দিক বেশি ব্যবহার করেন। মানব মস্তিষ্কের ডান দিক শরীরের বাম দিককে নিয়ন্ত্রণ করে আর মস্তিষ্কের বাম দিক শরীরের ডান দিককে নিয়ন্ত্রণ করে। দেখা গেছে ডান হাতিদের চেয়ে বাঁ হাতিরা মস্তিষ্কের ডান দিককে বেশি ব্যবহার করেন।





২) মস্তিষ্কের বাম দিক আমাদের মুখের ভাষা, কথাবার্তাকে নিয়ন্ত্রণ করে। সে জন্য শরীরের বাঁ দিকে স্ট্রোক হলে ডান হাতি মানুষের কথা জড়িয়ে যায় কিন্তু বাঁ হাতি মানুষ মস্তিষ্কের বাম দিকের ওপর কম নির্ভরশীল হন তাই তাদের কথা অত বেশি জড়িয়ে যায় না। তারা দ্রুত সুস্থ হয়ে ওঠে।

৩) কিবোর্ডে টাইপ করার সময় ডান হাতিদের চেয়ে বেশি সুবিধা পায় বাঁ হাতিরা।
৪) বাঁ হাতিরা সাধারণত মাল্টি টাস্ক বা একসঙ্গে অনেক কাজ করতে পারে।

৫) বেস বল, তলোয়ার চালানো, টেনিসের মতো খেলায় বেশি সুবিধা পায় বাঁ হাতিরা।

৬) অনেকে বাঁ হাত বা বাঁ হাতি মানুষকে ভয় পায়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে Sinistrophobia। লাতিন ভাষা থেকে ইংরেজি শব্দ Sinister এসেছে যার মানে বাম দিকে।