ad
ad

Breaking News

Mandu

ইতিহাসের খোঁজে গন্তব্য মান্ডু

আপনি কী ভ্রমণপিপাসু ? তাহলে এবার আপনাদের জন্য রইল ভারতের একটি অফবিট ট্যুরিস্ট স্পটের সন্ধান।

Mandu is an offbeat tourist spot in India for you

Bangla Jago Desk : আপনি কী ভ্রমণপিপাসু ? তাহলে এবার আপনাদের জন্য রইল ভারতের একটি অফবিট ট্যুরিস্ট স্পটের সন্ধান। জায়গাটির নাম মাণ্ডু। এটি মধ্যপ্রদেশের মালওয়া প্রদেশের ধার জেলায় অবস্থিত এক শহর। তবে, এই মান্ডুকে  ঘিরেই রয়েছে একাধিক ঐতিহাসিক কাহিনীও। একাদশক শতকে এই মাণ্ডু ছিল তরঙ্গগড়ের অন্তর্গত। আর সেখান থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে উদ্ধার হয়েছিল একটি শিলালিপি।

প্রত্নতাত্ত্বিকদের মতে, মাণ্ডুর একটি দুর্গে পার্শ্বনাথের মুর্তি স্থাপন করেছিলেন চন্দ্র সিংহ নামের এক বণিক। আর তারপরেই এই শহরের নামকরণ করা হয় মাণ্ডু। পাশাপাশি, মুঘল সাম্রাজ্য থাকাকালীন একাধিক ঘটনাকে ঘিরে গড়ে উঠেছে এই শহর। মাণ্ডুর একটি বিশেষ আকর্ষণ হল জাহাজ মহল। দু’টি কৃত্রিম হ্রদের মাঝে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদকে দূর থেকে দেখলে মনে হয় যেন একটি জাহাজ অপেক্ষা করছে। এই জাহাজমহলেই ছিল সম্রাট গিয়াসুদ্দিন খিলজির হারেম। যেখানে ছিলেন বিভিন্ন দেশের কয়েক হাজার সুন্দরী।

এবার প্রশ্ন হল আপনি এখানে যাবেন কী করে ? ট্রেনে চেপে পৌঁছে যান ইন্দোরে। আর সেখান থেকে গাড়ি করে চলে আসুন মাণ্ডুতে। পাশাপাশি, থাকা-খাওয়ার সু-বন্দোবস্তও রয়েছে সেখানে। সস্তার হোটেল বলুন বা দামি ধর্মশালা- কোনও কিছুরই অভাব নেই এখানে। তাহলে আর দেরি কীসের ? চটপট ব্যাগ গুছিয়ে নিন আর ঘুরে আসুন মাণ্ডু থেকে।