ad
ad

Breaking News

Health

Health : মায়েদের প্রসবোত্তর সাইকোসিসে ক্ষতি হয় নবজাতকের, উপেক্ষিত থাকা বিষয় নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

সদ্য মা হওয়াদের ক্ষেত্রে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে মেজাজ খারাপ, খিদে হ্রাস এবং ঘুম কমে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। যা প্রসব-পরবর্তী বিষণ্নতায় রূপ নিতে পারে।

Maternal postnatal psychosis harms newborns, experts worry

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk : গর্ভাবস্থা থেকে শুরু হয়। তারপর প্রসবের পরও মায়েদের নানা শারীরিক ও মানসিক পরিবর্তন হতে থাকে। তবে শারীরিক বিষয়গুলি নিয়ে ভাবা হলেও উপেক্ষিত থেকে যায় মানসিক অবস্থার পরিবর্তনের বিষয়গুলি। প্রসবোত্তর সাইকোসিস যা পিউর্পেরাল সাইকোসিস বা পেরিপার্টাম সাইকোসিস নামেও পরিচিত। এতে প্রসবের পর মায়ের মানসিক অবস্থার নানা পরিবর্তন জড়িত। মায়েদের পোস্ট-পার্টাম সাইকোসিস তাঁর নবজাতকের ক্ষতি করতে পারে। কিন্তু, এটা নিয়ে খুব একটা ভাবা হয় না।

[ আরও পড়ুন : ভুয়ো পরিচয়ে হাসপাতালের চিকিৎসকের সঙ্গে প্রতারণা, খোয়া গেল মোটা অঙ্ক

প্রসবোত্তর সাইকোসিস একটি গুরুতর বিষয়। যা বেশিরভাগ ক্ষেত্রে উপেক্ষিত থেকে যায়। মানসিক স্বাস্থ্যের অবস্থা যা নতুন মায়েদের প্রভাবিত করতে পারে। পোস্ট-পার্টাম সাইকোসিস মানসিক স্বাস্থ্য বিষয়ে জরুরি হিসাবে বিবেচিত হওয়া উচিত বলে মনে করেন চিকিৎসকরা। সন্তান জন্ম দেওয়ার পর হাজার জন মায়ের মধ্যে এমন হতে পারে এক-থেকে দুই জন মহিলার ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে বিষয়টি ভয়ঙ্কর পর্যায়ে যেতে পারে। যেমন জার্মানিতে ঘটেছিল তেমনই একটি ঘটনা।

জার্মানিতে ২৮ বছর বয়সী এক মহিলা তাঁর নবজাতক কন্যাকে জানালার বাইরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। ওই মহিলা ছিলেন বিখ্যাত গাড়ি কোম্পানি পোর্শের একজন আধিকারিক। তিনি ভেবেছিলেন, সন্তানের জন্য তাঁর কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। এই ঘটনা সামনে আসায় বিশেষজ্ঞরা চিন্তিত হয়ে পড়েন। তখন থেকে মায়েদের পোস্ট-পার্টাম সাইকোসিস বিষয়টি নিয়ে বেশি আলোচনা হতে থাকে। ক্যাটারিনা জোভানোভিচ নামের এই মহিলাকে ‘নিষ্ঠুর’ আখ্যা দেওয়া হয়। এই ঘটনার পর তাঁকে সাড়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

[ আরও পড়ুন : ভুয়ো পরিচয়ে হাসপাতালের চিকিৎসকের সঙ্গে প্রতারণা, খোয়া গেল মোটা অঙ্ক

উদ্বেগজনক ভাবে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এর আগেও একই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। এই বছরের শুরুর দিকে কোচিতে এক মহিলার বিরুদ্ধে তার নবজাতককে শ্বাসরোধ করে মৃতদেহ রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। নানা ঘটনা সামনে আসার পর প্রসবোত্তর সাইকোসিসকে জরুরি মানসিক স্বাস্থ্য হিসাবে বিবেচনা করার দাবি ওঠে।

সদ্য মা হওয়াদের ক্ষেত্রে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে মেজাজ খারাপ, খিদে হ্রাস এবং ঘুম কমে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। যা প্রসব-পরবর্তী বিষণ্নতায় রূপ নিতে পারে। ৫-১০ শতাংশ মহিলা এই অবস্থার সঙ্গে লড়াই করেন। গবেষণায় দেখা গিয়েছে, ২২ শতাংশ ভারতীয় মা প্রসব পরবর্তী বিষণ্নতায় ভোগেন।