চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: এখন ফিশ স্পা বা মাছ ব্যবহার করে পেডিকিউর করানোর অভ্যাস বেড়েছে। পায়ের চামড়া থেকে ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে ছোট এসব মাছ। এক্ষেত্রে Gurra rufa নামে এক রকমের মাছ ব্যবহার করা হয়। পেডিকিউরের এই নতুন পদ্ধতি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।
অনেকেই নিজেকে সুন্দর দেখাতে নামি-দামি কসমেটিকসের পাশাপাশি ফিশ স্পা’র মাধ্যমে পেডিকিউর করে থাকেন। এতে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আরামও মেলে। কিন্তু জানেন কি আরামের মধ্যেও ফিশ স্পা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। মূলত তুরস্ক থেকে ফিশ স্পা ছড়িয়েছে বিশ্বের বাকি দেশে। তবে আমেরিকার অনেক জায়গায় এটা নিষিদ্ধ।
ফিশ স্পা করালে কী ক্ষতি হয়?
ফিশ স্পা করাতে Gurra rufa নামে এক রকমের ছোট মাছ ব্যবহার করা হয়। একে বলা হয় ডক্টরস ফিশ। জল ভরা বেসিনে পায়ের পাতা ডুবিয়ে বসে থাকতে হয়। মাছ থাকে সেই বেসিনে। এই থেরাপিতে আকারে ছোট মাছ ব্যবহার করা হয়। মাছের কামড়ে আপনার কোনো ক্ষতি হয় না শুধু হালকা সুড়সুড়ি অনুভব হয়। মাছগুলি পায়ের চামড়ায় উপস্থিত ব্যাক্টেরিয়া ও ত্বকের মরা কোষ খেয়ে ফেলে।
অনেক পায়ের রোগের নিরাময় হয়। কিন্তু সংক্রমণের ঝুঁকি বাড়ে। ব্যাক্টেরিয়ার সংক্রমণ ও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে। পায়ে কাটা থাকলে গুরুতর সংক্রমণ হতে পারে। এছাড়াও চিকিৎসকদের মতে, হৃদরোগের সমস্যা থাকলে ফিশ স্পা করা উচিত নয়। কারণ মাছের কামড়ে রক্তচাপ ও হৃৎস্পন্দন বেড়ে যায়।
এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ কার্ডিওভাস্কুলার হেলথ নামক জার্নালে প্রকাশিত গবেষণায়। বেসিনের জল ভালো করে স্যানিটাইজ করা হয় না। মাছ নিজে থেকে পরিষ্কার করতে পারে না ফলে জলের মাধ্যমে একজনের থেকে অন্যজনের শরীরে সংক্রমণ ছড়াতে পারে। মাছের শরীরে থাকা প্যাথোজেনিক ব্যাক্টেরিয়া থেকে onychomadesis নামক রোগ হয়।