চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: শীতে ঠান্ডার কারণে দরজা, জানলা বন্ধ করে রাখা হয়। অনেকে বাথরুমের দরজা, জানলাও বন্ধ রাখেন। আবদ্ধ বাথরুম হয় জীবাণুর আবাসস্থল। বোঁটকা গন্ধ হয়। বাথরুমের পাশাপাশি রান্নাঘরেও বোঁটকা, ভ্যাপসা গন্ধ হয়। রান্নাঘর, বাথরুমে আর্দ্রতা বেশি থাকে কারণ ভেন্টিলেশন বা হাওয়া চলাচল কম থাকে আর আবহাওয়ার পরিবর্তনের জন্য জীবাণু বেশি ছড়ায়। অ্যালার্জি, শ্বাসকষ্টের সমস্যা হয়। সংক্রমণ হয় বেশি। সুস্থ ও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে তাই খোলামেলা হাওয়া চলাচল করে এমন পরিবেশ থাকা জরুরি।
প্রাকৃতিক উপায় কীভাবে বাথরুমের ভ্যাপসা ভাব কাটিয়ে সুস্থ থাকতে কোন কোন ইন্ডোর প্ল্যান্টস রাখবেন –
১) বাথরুম বা রান্নাঘরে যেখানে জলের ব্যবহার বেশি হয়, আর্দ্রতা বেশি থাকে সেখানে স্পাইডার প্ল্যান্ট রাখুন। আর্দ্রতা শুষে নেয় এই প্রজাতির ইন্ডোর প্ল্যান্ট।স্পাইডার প্ল্যান্টস হল সেরা এয়ার পিউরিফায়ার যা বাতাস পরিশুদ্ধ করে। সূর্যর আলোয় না রাখলেও হয় এই গাছ।
২) আর্দ্র আবহাওয়ায় ভালো থাকে ক্যালাথিয়াজ। বড়ো পাতাওয়ালা এই ইন্ডোর প্ল্যান্টসকে ছাওয়ায় রাখা যায়। বেশি জল দিতে লাগে না। শুধু দেখবেন মাটি যেন পর্যাপ্ত আর্দ্র থাকে। নিয়মিত জল দিলে পাতা টাটকা তরতাজা থাকে।
৩) রাবার প্ল্যান্ট অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়। ভ্যাপসা ভাব কাটায় এই ইন্ডোর প্ল্যান্টস। টক্সিন দূর করে এই গাছ। ছাওয়ায় রাখা যায় এই প্রজাতির ইন্ডোর প্ল্যান্টস। তবে আলোবাতাস চলাচল করে এমন জায়গায় রাখবেন। মাটি শুকিয়ে গেলে জল দেবেন।
৪) বাতাস পরিশুদ্ধ করার পাশাপাশি অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয় লেডি পাম নামক ইন্ডোর প্ল্যান্টস। সরাসরি সূর্যের আলোয় নয় আংশিক ছাওয়ায় রাখবেন এই গাছ। মাটি আর্দ্র রাখবেন তবে বেশি পরিমাণে জল দেবেন না।
৫) ড্যাম্প পরিবেশের জন্য আদর্শ ফিলোডেনড্রন নামক ইন্ডোর প্ল্যান্টস। অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়। নিয়মিত ডাল ছাঁটবেন এই গাছের।
৬) গোল্ডেন পথোজ নামক ইন্ডোর প্ল্যান্টসের আরেক নাম ডেভিলস আইভি। বেশি যত্নের প্রয়োজন হয় না। কম বা বেশি আর্দ্র পরিবেশে বাঁচতে পারে এই গাছ। বাথরুম বা রান্নাঘরে ঝোলানো বাস্কেটে রাখা যায় এই প্রজাতির ইন্ডোর প্ল্যান্টস। সূর্যের আলোয় রাখতে হয় না এই গাছকে।
৭) বাথরুমের পরিবেশ সুস্থ রাখতে অতিরিক্ত আর্দ্রতা শুষে নিতে রাখুন মনস্টেরা ডেলিসিওসা নামক ইন্ডোর প্ল্যান্টস।