ad
ad

Breaking News

Brain cancer vaccine is coming to the market

চিকিৎসায় বড় সাফল্য! ব্রেন টিউমার এর ভ্যাকসিন আসছে বাজারে! যা ৪৮ ঘন্টায় ফল দেখাবে

এটি ইতিমধ্যেই ক্যান্সার কোষ গুলিকে শনাক্ত করে তাদেরকে ধ্বংস করার কাজ শুরু করে দিয়েছে। এদিন জানানো হয়েছিল যে, আরও ২৪ জনের মধ্যে এই ভ্যাকসিনটির দ্বিতীয় ট্রায়ালটি করা হবে। এরপর যদি ভ্যাকসিনটির প্রয়োগে সম্পূর্ণ সাফল্যের পরেই বাজারে নিয়ে আসা হবে এই ভ্যাকসিন।

Great success in treatment! Brain cancer vaccine is coming to the market! Which will show results in 48 hours

Bangla Jago Desk: ব্রেন টিউমার এর কারণে অনেকেই বহুসময় ক্যান্সারে আক্রান্ত হন। যা একপ্রকার নিরাময় যোগ্য নয়। অপারেশন চলাকালীন এরফলে বহু রোগীদের ব্রেন ডেথ কিংবা কোমায় চলে যাওয়ার সম্ভাবনাও থেকে থাকে। তবে এবার এই কঠিন রোগ নির্মূলে সফভাবে প্রথম ট্রায়ালেই ফল পেল আমেরিকার এক চিকিৎসক দল। যা দাবী করছে ভ্যাকসিনটির প্রয়োগে নির্মূল করা সম্ভব হবে টিউমার’কে। সূত্রের খবর এটির প্রয়োগে প্রথম পর্যায়েই মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ভালো ফল পেয়েছেন রোগীরা। এরপর তাদের তরফ থেকে এও বলা হচ্ছে যে, শীঘ্রই ভ্যাকসিনটির দ্বিতীয় ট্রায়াল শুরু হবে। এবং সম্পূর্ণ সাফল্যের পরেই বাজারে নিয়ে আসা হবে এই ভ্যাকসিন।

Glioblastoma Multiforme এর কেন্দ্রস্থল (ছবি সংগগৃহীত)

সাধারণত ব্রেন টিউমারের কারণেই রোগীর ব্রেন ক্যান্সার হয়ে থাকে। যার মধ্যে একটি ক্যান্সার হল Glioblastoma Multiforme। বহু রোগীদের প্রাণ কেড়ে নেওয়া এই রোগটির এখনও কোনও প্রতিকার খোঁজা সম্ভব হয়নি। বহু মানুষ প্রাণ হারিয়েছেন এর কারণে, যা সাধারণত মস্তিষ্ক ও মেরুদন্ডকে নিজের কেন্দ্র হিসেবে বেছে নেয়।

তবে আমেরিকার ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ভ্যাকসিনটির মাধ্যমে করা, প্রথম পর্যায়ের প্রয়োগে চিকিৎসকরা সাড়া পেয়েছেন। শুধু তাই নয়, মানবিক প্রয়োগ করার পর রোগীর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে আরও বেশি। তাছাড়াও চিকিৎসকরা জানিয়েছেন যে, এটি ইতিমধ্যেই ক্যান্সার কোষ গুলিকে শনাক্ত করে তাদেরকে ধ্বংস করার কাজ শুরু করে দিয়েছে। এদিন জানানো হয়েছিল যে, আরও ২৪ জনের মধ্যে এই ভ্যাকসিনটির দ্বিতীয় ট্রায়ালটি করা হবে। এরপর যদি ভ্যাকসিনটির প্রয়োগে সম্পূর্ণ সাফল্যের পরেই বাজারে নিয়ে আসা হবে এই ভ্যাকসিন। কারণ আপাতত এর তৃতীয় ট্রায়াল নিয়ে কোনও কথা বলা হয়নি।





চিকিৎসক মহল আপাতত আশাবাদী কারণ ভ্যাকসিনটির প্রয়োগের পর থেকেই টিউমার কোষগুলি মারা যেতে থাকে। আপাতত চারজনের ওপর টিকাটির প্রয়োগ করা হলে এই দ্রুত গতিতে রোগীর রিকোভার করার রেট দেখে বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র গবেষক জানিয়েছেন যে, তারা যথেষ্ট চিন্তিত ছিল এই ভ্যাকসিন প্রয়োগের ওপর তবে দুদিনের মধ্যে এই ফলাফল এবং রোগীর রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধির জন্য, তাঁরা আশাবাদী রয়েছেন তাদের এই পদক্ষেপের প্রতি। তিনি আরও বলেন যে,”আশা করছি মানুষ এই বিরল রোগ থেকে মুক্তি পাবে এবং নিরাময় হবে রোগের মূল।”