ad
ad

Breaking News

Jojoba flower tea

লিকার চা দুধ চা তো প্রায় খান, কখনও জবা ফুলের চা খেয়েছেন? এই চা রোগব্যাধি দূর করতে বিশেষ ভূমিকা পালন করে

চা ছাড়া যেন সকালে কাজ করার এনার্জি পাওয়া যায়না। চা ছাড়া কোন কাজ করতে পারেন না এমন মানুষের অভাব নেই

Ever tasted jojoba flower tea? This tea plays a special role in curing diseases

সংগৃহীত

Bangla Jago Desk: চা ছাড়া যেন সকালে কাজ করার এনার্জি পাওয়া যায়না। চা ছাড়া কোন কাজ করতে পারেন না এমন মানুষের অভাব নেই। অনেকেই পছন্দ করেন নানা স্বাদের চা টেস্ট করতে। এই কারণে নানা ক্যাফেতে গিয়ে অনেকেই ঢুঁ মারেন নতুন নতুন স্বাদের চায়ের গন্ধ নিতে। এই চা পাতার সঙ্গে যে কোন ধরনের শুখনো ফুল গুঁড়ো করে মিশিয়ে খাবার চল আজকের নয়, রয়েছে অনেক আগে থেকেই।

যে সমস্ত ফুল গুলি খেলে চায়ের স্বাদ আরও বেড়ে যায় সেইগুলি হল ক্যামোমাইল, জুঁই, অপরাজিতা, গোলাপ ফুলের পাপড়ি। কেবল হাতে গোনা এই কয়েকটি ফুল নয়, এই ফুলের সঙ্গে রয়েছে আরও একটি ফুল, যা শুনলে চমকে যাবেন। তাঁর নাম হল জবা ফুল। জবা ফুলের চা যেমন স্বাদে তেমন গন্ধে এবং তেমনি পুষ্টিগুণে সমৃদ্ধ। এই সমস্ত চায়ের মধ্যে নানা রকম ঔষধি গুণ রয়েছে। জবা ফুলের চা খেলে রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও মারণরোগ ক্যান্সারের মতো ব্যাধিকেও শরীর থেকে নির্মূল করতে বিশেষ ভূমিকা নেই এই জবা ফুলের চা।

১। বহু দিন ধরেই ওজন কমানোর চেষ্টা চালাচ্ছেন। এই ক্ষেত্রে জবা ফুলের চা হতে পারে সেরা উপায়। জবা ফুলের চা খেলে আপনার বিপাকহারের মান নিয়ন্ত্রণে থাকবে। বিপাকহার নিয়ন্ত্রণে থাকলে আপনা আপনি ওজন কমে যাবে আপনার। যদি আপনার ফ্যাটি লিভারের সমস্যা আছে তাহলেও জবা ফুল দিয়ে চা খেতে পারেন। এতেও শরীর সুস্থ থাকে আপনার।  

২) আপনি যদি দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপের সমস্যায় ভুগছেন অবশ্যই খান জবা ফুলের চা। জবা ফুলের চা খেলে আপনার টেনশনের এবং অতিরিক্ত উদ্বেগের সমস্যা দূর হবে।

৩) অনেক সময় বয়স্কদের মধ্যে মূত্র নালির সমস্যা দেখা দেয়। এই মূত্র নালির সমস্যা নির্মূল করতে চাইলে মাঝে মধ্যেই খেতে হবে জবা ফুল দিয়ে বানানো চা। মূত্রনালির সমস্যা দেখা দিলেই চিকিৎসকেরা অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরামর্শ দেন। কিন্তু ঘন ঘন অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার চাইতে খেয়ে নিন এই জবা ফুল দেওয়া চা। দেখবেন শরীরে অনেকটা স্বস্তি পাচ্ছেন সব দিক থেকে।