ad
ad

Breaking News

Health

ডিমেই পাওয়া যাবে উজ্জ্বল ত্বক ও ঘন চুল? জেনে নিন এই টিপস

প্রোটিন শুধু খেলে শুধু আপনার এনার্জি বাড়বে তা নয়। প্রোটিন আপনার শরীরে প্রবেশ করলে আপনার ত্বক এবং চুল সবটায় ভালো থাকবে। কিন্তু অনেকেই আছেন যারা ডিম দেখলেই নাক সিটকান।

Bright skin and thick hair can be found in eggs? Know these tips

Bangla Jago Desk : প্রোটিন শুধু খেলে শুধু আপনার এনার্জি বাড়বে তা নয়। প্রোটিন আপনার শরীরে প্রবেশ করলে আপনার ত্বক এবং চুল সবটায় ভালো থাকবে। কিন্তু অনেকেই আছেন যারা ডিম দেখলেই নাক সিটকান। আবার চুলে ডিম দিলে চুল আরও ঘন ও মজবুত হয়। কিন্তু সেক্ষেত্রেও চুলে ডিম দেন না অনেকেই। তাদের ডিমের আঁশটে গন্ধ পছন্দ নয়।  তাহলে সে ক্ষেত্রে কি করবেন? মেনে চলুন এই ঘরোয়া টোটকা।

১। এমন ভাবে ডিমের ব্যবহার করুন যা আপনার গন্ধ লাগবেনা আবার অনায়াসে মাখতেও পারবেন। এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিন ডিমের কুসুম। তার পর সেটা ভালো ভাবে মেখে ফেলুন। কিছুক্ষণ ত্বকের মধ্যে এই প্যাক রেখে আপনাকে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলতে হবে।

২। ডিমের সাদা অংশের সঙ্গে মিশিয়ে নিন লেবির রস। তাতে ডিমের আঁশটে গন্ধ থাকবেনা আর সেটা আপনার ত্বকের মধ্যেও প্রয়োগ করতে পারবেন। এই প্যাক মেখে ২০ মিনিট রাখার পর ধুয়ে ফেল্লেই তারপর আপনার ত্বকের জেল্লা সত্যি দেখার মত।





৩। চুলের যত্ন নিতে হলে আপনাকে ডিমের কুসুমের সঙ্গে মিশিয়ে নিতে হবে এক টেবিল চামচ অলিভ ওয়েল। ভালো করে মিশিয়ে একটু মাসাজ করার মতন করে চুলে লাগিয়ে ফেলুন। শুকিয়ে যাওয়ার পর তা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে যেমন আপনার চুল নরম হবে তেমনি চুল কালো ও ঘন হবে।

৪। টক দয়ের সঙ্গে ডিমের কুসুম ভালো করে মিশিয়ে নিন। এই হেয়ার প্যাক চুলে প্রয়োগ করে আপনাকে বেশ কিছুক্ষণ রেখে তা শোকাতে হবে। তার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে আপনাকে। এই প্যাক চুল পড়া কমাবে আপনার।