ad
ad

Breaking News

Again the savior Apple Smartwatch

ফের ত্রাতা অ্যাপল স্মার্টওয়াচ, কীভাবে রক্ষা পেলেন দিল্লির মহিলা?

ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে সমস্যা কাটানোর চেষ্টা করেন স্নেহা। কিন্তু সমস্যা মেটেনি। তখন নিজের অ্যাপল ওয়াচ ৭ এর সাহায্যে নিজের শারীরিক পরীক্ষা করেন।

Again the savior Apple Smartwatch, how was the Delhi woman saved?

Bangla Jago Desk, মৌ বসু: ফের ত্রাতা হয়ে দেখা দিল অ্যাপলের অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টওয়াচ। এর আগে বহু বার বিদেশের বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে অ্যাপলের স্মার্টওয়াচ। এবার স্নেহা সিনহা নামে দিল্লির এক মহিলার রক্ষাকবচ হয়ে দেখা দিল অ্যাপল স্মার্টওয়াচ। আট্রিয়াল ফাইব্রিলেশন বা দ্রুত ও অনিয়মিত হৃৎস্পন্দনের সমস্যায় ভুগছিলেন স্নেহা।

স্নেহা সিনহা জানান, গত ৯ এপ্রিল হঠাৎ অস্বাভাবিক ভাবে বেড়ে যায় স্নেহার হৃৎস্পন্দনের হার। প্রথমে তিনি ভেবেছিলেন হয়ত মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা থেকে এরকম হচ্ছে। ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে সমস্যা কাটানোর চেষ্টা করেন স্নেহা। কিন্তু সমস্যা মেটেনি। তখন নিজের অ্যাপল ওয়াচ ৭ এর সাহায্যে নিজের শারীরিক পরীক্ষা করেন। তাতেই ধরা পড়ে অস্বাভাবিক হৃৎস্পন্দনের হার। ডাক্তারের পরামর্শ দেয় অ্যাপল স্মার্টওয়াচ। কিন্তু তখনই ডাক্তারের কাছে যাননি স্নেহা।

সন্ধ্যায় পরিস্থিতি বিগড়ে যায়। এক মিনিটে হৃৎস্পন্দনের হার ২৩০ বিট পেরিয়ে গিয়েছিল। এরপর ডাক্তারের কাছে যান স্নেহা। প্রথমে পালস খুঁজে পাওয়া যায়নি। হৃৎস্পন্দন ফেরাতে ডাক্তাররা স্নেহাকে ৩ রাউন্ড ডিরেক্ট কারেন্ট শক। স্নেহার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাঁকে আরও কিছু পরীক্ষার জন্য আইসিউতে রাখা হয়।