চিত্র - প্রতীকী
Bangla Jago Desk: শহরের যেকোনও এলাকায় পানীয় জলের লাইন কাটা যাবে না ইচ্ছে মতো। কলকাতা পুরসভার নতুন নির্দেশ অনুযায়ী, জলের লাইন বন্ধ বা বিচ্ছিন্ন করার জন্য পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগের ডিজির অনুমতি বাধ্যতামূলক। মঙ্গলবার, মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পুরসভা।
মেয়র স্পষ্ট করে জানিয়েছেন, কাউন্সিলরদের জলের লাইন বন্ধ করার কোনও এক্তিয়ার নেই। কোথাও অতিরিক্ত জল অপচয় হলে বা সমস্যা দেখা দিলে, সরাসরি ডিজিকে জানাতে হবে। ডিজি নিজে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
সম্প্রতি কসবা-রাজডাঙা এলাকায় (১০৭ নং ওয়ার্ড) জলের লাইন কেটে দেওয়ার অভিযোগ ওঠে ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। যার ফলে সাতটি পরিবার জলহীন হয়ে পড়ে। অভিযোগ জানার পর মেয়র ফোনে কথা বলেন কাউন্সিলর লিপিকা মান্না ও ১০ নং বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষের সঙ্গে। মেয়র দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেন।
এরপর মঙ্গলবার সকালে কাউন্সিলর লিপিকা মান্না নিজে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং জলের লাইন দ্রুত সারানোর ব্যবস্থা নেন। একই দিনে পুনরায় জলের সরবরাহ স্বাভাবিক করা হয়। পরিষেবা ফিরে পেয়ে স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা।
কলকাতা পুরসভার নতুন নির্দেশ স্পষ্ট করছে, শহরের পানীয় জল পরিষেবা নিয়ে হঠাৎ কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনও সমস্যা সমাধানে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চলতে হবে।