ad
ad

Breaking News

Health Budget

যখন বিরোধী দলে ছিলাম হাসপাতালে ইঁদুর বিড়াল ঘুরত, কেন বললেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় সরকারের টাকা না পাওয়া নিয়ে আবারও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন, টাকা তো আকাশ থেকে পড়ে না। কেন্দ্র তো এক টাকাও দেয় না।

When I was in the opposition, rats and cats roamed the hospital, said the Chief Minister, why?

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: স্বাস্থ্য বাজেট নিয়ে বুধবার আলোচনা হয় রাজ্য বিধানসভায়। এদিন আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘স্বাস্থ্যের কতগুলো প্যারামিটার থাকা দরকার। আমি যখন বিরোধী দলে ছিলাম তখন আমি দেখতাম হাসপাতালে ঢোকার গেটগুলো ছোটো ছোটো। হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ইঁদুর বিড়াল ঘুরে বেড়াতো।

আজকেও হয়তো কিছু কিছু জায়গায় সেটা হয়, তবে এখন আর সব জায়গায় হয় না। আমি চ্যালেঞ্জ করে বলছি স্বাস্থ্যে আজ বাংলা দেশের সেরা। ১৪ হাজার নতুন চিকিৎসক নিয়োগ হয়েছে। স্বাস্থ্য পরিষেবা খাতে ৭০ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে।’

এদিন, মুখ্যমন্ত্রী আরও বলেন আমরা ৪৩ টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি করেছি। বাংলায় বিনা পয়সায় চিকিৎসা করা হয়। এমনকি বাইরের লোকেরাও এখানে এসে চিকিৎসা করায়। মুখ্যমন্ত্রী এও বলেন, যার টাকা আছে সে তামিলনাড়ু যেতেই পারেন।

[আরও পড়ুন: সুনিতা, বুচের পর এবার নজরে শুভাংশু

তবে বাংলায় বিনা পয়সায় চিকিৎসা করা হয়। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে আবারও মুখ খোলেন মমতা। তিনি বলেন, এটা (আয়ুষ্মান ভারত) সবার জন্য নয়, এটা একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য। আর আমাদের স্বাস্থ্য সাথী সবার জন্য। ৯ কোটি মানুষ স্বাস্থ্য সাথীর সেবা পেয়েছেন।

তাছাড়া বেসরকারি হাসপাতালে প্রায় ১ কোটি মানুষ স্বাস্থ্য সাথীর সেবা পেয়েছে। স্টেট অফ আর্ট ক্যান্সার সেন্টার তৈরি করা হচ্ছে। একটা এস‌এসকেএম এ আরেকটা শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।

কেন্দ্রীয় সরকারের টাকা না পাওয়া নিয়ে আবারও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন, টাকা তো আকাশ থেকে পড়ে না। কেন্দ্র তো এক টাকাও দেয় না। সব স্তরের চিকিৎসকদের বেতন বাড়ানো হয়েছে। ৯৯ শতাংশ টিকাকরণের কাজ আমরা করেছি। আরজিকর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরাও চাই আর জি করের মেয়েটি বিচার পাক। আগে নিজেকে সম্মান জানাতে শিখুন, সম্মান করতে শিখুন। বাংলাকে অসম্মান করবেন না।