চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: নভেম্বরের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা রবিবার রাত এবং সোমবার ভোরে হালকা শিরশিরানি অনুভব করেছে, যা শীতের আগাম বার্তা বলেই মনে করছেন অনেকে। যদিও আবহাওয়া দফতর এখনই শীত পড়ার কথা নিশ্চিত করেনি, তবুও চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমানে উত্তরবঙ্গের আবহাওয়া অত্যন্ত মনোরম। আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং এবং কালিম্পঙের রাতের তাপমাত্রা ইতিমধ্যেই ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। সেখানে শুষ্ক আবহাওয়া, মেঘমুক্ত ঝকঝকে আকাশ এবং হিমেল অনুভূতি বজায় থাকবে, যা পর্যটকদের জন্য অত্যন্ত সুখবর (West Bengal Weather)।
আরও পড়ুনঃ Haridevpur: দক্ষিণ কলকাতায় ভয়াবহ শ্যুটআউট, হরিদেবপুরে মাঝরাস্তায় মহিলাকে লক্ষ্য করে গুলি
এদিকে, দক্ষিণবঙ্গের আকাশে আপাত শান্তি থাকলেও সম্পূর্ণ স্বস্তি নেই। ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও, সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি শুরু হতে পারে। মঙ্গল ও বুধবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। এরপর বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (West Bengal Weather)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ অঞ্চল ফের তৈরি হয়েছে এবং একই সঙ্গে মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত একটি সুবিশাল ঘূর্ণাবর্ত মায়ানমারের দিকে এগোচ্ছে। তবে এই দুইয়েরই সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের উপরে পড়বে না। কিন্তু বৃহস্পতিবারের পর থেকে ফের জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, যার জেরেই উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে শুক্রবারের পর থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই (West Bengal Weather)।