ad
ad

Breaking News

Weather Update

Weather Update : অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতায়

সোমবার বেলা বাড়ার সাথে সাথে আকাশের মুখও ভারি হতে থাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কলকাতা ভিজল বৃষ্টিতে

Weather Update : Finally relief rain in Kolkata

Bangla Jago Desk : তপ্ত গরমে নাজেহাল রাজ্যবাসি।  বলা যেতে পারে  তাপপ্রবাহের দীর্ঘ ইনিংসে এবার ইতি পড়তে চলেছে। সোমবার কালবৈশাখী আছড়ে পড়তে পারে দক্ষিণবঙ্গের আট জেলায়। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখীর ব্যাপক প্রভাব পড়তে পারে। আগাম সতর্কতার জন্য সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস‌্যজীবীদের সমুদ্রে যাওয়ায় ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অফিস।

সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামতে চলেছে। সোম ও মঙ্গলবার পর পর দু’দিন রাজ্যের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। ঝড়-বৃষ্টির সময়ে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস‌্যজীবীদের সমুদ্রে যাওয়ায় ওপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি উপকুল এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।





পাশাপাশি , সোমবার বেলা বাড়ার সাথে সাথে আকাশের মুখও ভারি হতে থাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কলকাতা ভিজল বৃষ্টিতে । তবে বলাই বাহুল্য যে , এই হালকা বৃষ্টি দেখে কিছুটা হলেও খুশি হয়েছে কলকাতাবাসি ।