চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: রাজ্যে জুড়ে চলছে ঝড় বৃষ্টি। গত বুধবার থেকে নিম্নচাপের প্রভাবে লাগাতার বৃষ্টিতে ভিজেছে রাজ্য। কখনো বিক্ষিপ্ত বৃষ্টি তো কখনো ভারী বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আপাতত বৃষ্টি চলবে রাজ্যজুড়ে।( Weather Update) তবে শনিবার বৃষ্টির দাপট খানিকটা কমবে। রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে গোটা রাজ্যে।
[আরও পড়ুনঃBengali Horoscope: শনিবার আপনার দিনটি কেমন যাবে? জানতে পড়ুন আজকের রাশিফল]
হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি হবে। রবিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নিম্নচাপ শক্তি হারিয়ে পশ্চিম দিকে সরে গিয়েছে। রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলায়। শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। শনিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। ( Weather Update)
[লিঙ্কঃhttps://www.facebook.com/Banglajagotvofficial/ ]
শনিবার ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে প্রায় সব চালাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। রবিবার উত্তরবঙ্গে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।