Bangla Jago TV Desk : নভেম্বর মাস শেষ হতে চললো, এদিকে এখনও শীতের দেখা নেই। আবহাওয়া দফতর সুত্রে খবর, অতি গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক খেয়ে শুক্রবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শনিবার ভোররাতে মোংলা এবং খেপুপাড়ার মধ্যে দিয়ে বাংলাদেশ উপকূল পার করবে সেই ঘূর্ণিঝড়। এরপর আছড়ে পড়বে বাংলাদেশের স্থলভাগে। এরফলে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। যদিও ২১ নভেম্বরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে।
ইতিমধ্যেই নবান্নের তরফে দক্ষিণবঙ্গের তিন জেলাকে সতর্ক করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাকে বিশেষ ভাবে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ফলত সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু জায়গায়। একদিনে ২.৫ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতায় |
মত্স্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে শনিবারে। নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে পরিস্থিতির উপর কড়া নজর রাখতে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। এদিকে উত্তরবঙ্গের কোথাও আপাতত কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
FREE ACCESS