চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দু’প্লেট খাবারের দাম ১০ হাজার টাকা। কোন পাঁচতারা নয় সাধারণ রেস্তোরাঁর খাবারে এই মোটা অঙ্কের বিল গুনতে হচ্ছে খদ্দেরকে। তবে কেউ যদি এই বিল নিয়ে অভিযোগ করে তাহলে তাদেরকে প্রথমে মারধর আর এরপর খুনের হুমকি দেওয়া হয়। আর এই পুরো ঘটনার পিছনে রয়েছে সাইবার প্রতারণার ফাঁদের ডেটিং অ্যাপ।
ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত কলকাতা পুলিশের হাতে গ্রেফতার এই চক্রের সদস্য এক যুবতী ও চক্রের এক মাথা। এরপরেই এই সাইবার অপরাধীদের থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে নেমে সামনে এসেছে, ভবানীপুরের এলগিন রোডের উপর একটি রেস্তোঁরায় মুলত এই ধরণের ঘটনা ঘটে। সেখানে রেস্তোরাঁর মহিলারা তার ডেটিং অ্যােপের বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ হন। এরপর প্রথমে স্টার্টার, তার পর মেন কোর্সের খাবার আসতে থাকে।
লাঞ্চ এবং ডিনার শেষ হলে আসে বিল। যেটা কখনই দশ হাজার টাকার কম হয়না। আর তা দেখা মাত্রই মাথায় হাত পড়ে ডেটিংয়ের এই বন্ধুটির। এরপর বিল নিয়ে চিৎকার করতেই তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। প্রয়োজনে মারধরও করা হয়। আর সেইসময়তেই আচমকাই গায়েব হয়ে যান বান্ধবী। সম্প্রতি হুগলীর এক বাসিন্দা ড্যাটিং অ্যাপের মাধ্যমে প্রতারিত হতেই লালবাজারে সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরেই সামনে আসে পুরো ঘটনা।