নিজস্ব চিত্র
Bangla Jago Desk: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার মহড়া এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। শুরু হয়ে গেছে ‘পোস্টার যুদ্ধ’। তবে এবারের এই বিধানসভা ভোটের প্রচারে কেন্দ্রীভূত হতে চলেছে যে ‘ধর্ম’ তা বলাই বাহুল্য। অন্তত ‘পোস্টার যুদ্ধ’ তেমনটাই জানান দিচ্ছে।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দলের পোস্টারের লড়াই বেশ জমে উঠেছে। শুরুটা করেছিল বিজেপি। পোস্টারের ভাষা ছিল ‘হিন্দু হিন্দু ভাই ভাই’। এবার তৃণমূল কংগ্রেসের আইটি সেল পাল্টা পোস্টার লড়াইয়ে নেমেছে।
পোস্টার যুদ্ধে বিজেপিকে জবাব তৃণমূলের ‘হিন্দু হিন্দু ভাই ভাই’- এর পাল্টা স্লোগান কি জানেন? pic.twitter.com/NdWDKs5q4j
— Bangla Jago Tv (@BanglaJagotv) March 18, 2025
কার্যত বিজেপির পোস্টার-এর জবাব দিতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের আইটি ও মিডিয়া সেলের পক্ষ থেকে পোস্টারের মাধ্যমে বেশ কিছু স্লোগান তুলে ধরা হয়েছে। বিজেপির ওই পোস্টারের ভাষার জবাব দিয়েছে তৃণমূল।
[আরও পড়ুন: কলকাতায় ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক পুলিশ লাইসেন্স, আবেদন করুন এই পোর্টালের মাধ্যমে]
যেমন লিখেছে, ‘হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই’। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের আইটি সেলের বাংলাজুড়ে প্রচার শুরু হয়ে গিয়েছে। বিজেপি পোস্টার পাল্টা তৃণমূলের – জবাব পাল্টা জবাব, বিধানসভা ভোটের আগে জমজমাট হয়ে উঠছে বাংলার রাজনীতি।
তৃণমূলের আরও একটি পোস্টারে লেখা হয়েছে, ‘হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিংকে ফাইন খাই’। এইসব স্লোগান গুলির মধ্য দিয়ে তৃণমূল সরাসরি কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়েছে। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি এইসব পোস্টার ভরে গিয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। বিধাননগর পুর এলাকায় দেখা গিয়েছে এমন পোস্টার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সমস্ত ইস্যুকে এবারের ভোটে ছাপিয়ে যেতে পারে ‘ধর্ম’ ইস্যু। একের পর এক নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপর্যস্ত হয়েছে বিজেপি। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির একাধিক আসন হাতছাড়া হয়েছে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে বিজেপি ১৮ টি আসন দখল করেছিল। ২০২৪ এর লোকসভা নির্বাচনে তা কমে দাঁড়িয়েছে ১২ টি।
২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি স্লোগান ছিল ২০০ বেশি আসন নিয়ে রাজ্যে ক্ষমতা দখল করা। বিজেপির স্লোগান ‘ইসবার ২০০ পার’। তাদের থেমে যেতে হয়েছিল ৭৭ টি আসনেই। পরবর্তীতে তা কমতে কমতে ৬৫ আসনে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে বিজেপির পায়ের তলার মাটি আরও আলগা হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র যা বিজেপির দখলে ছিল উপ নির্বাচনে তৃণমূল দখল করেছে।
২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এখন তুরুপে তাস ‘ধর্ম’। বিজেপির পোস্টারে তাই স্লোগান ‘হিন্দু হিন্দু ভাই ভাই’। আর তার জবাব দিতে আসরে নেমে পড়েছে তৃণমূলের আইটি ও মিডিয়া সেল। লড়াই জমে উঠেছে।