ad
ad

Breaking News

TMC Protests

SIR-এর প্রতিবাদে তৃণমূলের মহামিছিল, সভার শুরুতে মতুয়াদের প্রাধান্য মমতার

সামনে বসার জন্য মতুয়াদের হুড়োহুড়ি করতে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সতর্ক করেন। তিনি বলেন, "দেখবেন যেন পদপিষ্টের পরিস্থিতি তৈরি না হয়।"

TMC Protests on SIR: Mamata Banerjee Leads Rally Against BJP

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: এসআইআর নিয়ে প্রথম থেকেই বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলায় তা হবে, ঘোষণা হওয়ার পর থেকে পরিস্থিতি স্পর্শকাতর হয়ে ওঠে। আরও খারাপ হয়ে ওঠে যখন একের পর এক আত্মহত্যার ঘটনা জনসম্মুখে আসে। পুরো বিষয়টির প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজপথে মিছিল করে তৃণমূল কংগ্রেস, যেখানে যোগ দিয়েছিলেন দলের অন্যান্য নেতা, সাংসদ থেকে শুরু করে বেশ কয়েকজন সেলিব্রিটিরাও। ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল হয়। প্রতিবাদ মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী মতুয়াদের সামনের সারিতে আসতে বললেন (TMC Protests)।

তৃণমূল সুপ্রিমো বলেন, “অন্যরা নয়, সামনে আসুন শুধু মতুয়ারাই। এসে বসুন সামনের সারিতে।” সামনে বসার জন্য মতুয়াদের হুড়োহুড়ি করতে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের সতর্ক করেন। তিনি বলেন, “দেখবেন যেন পদপিষ্টের পরিস্থিতি তৈরি না হয়।” এরপরই দলের নেতাদের রীতিমত ধমক দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “দলের নেতারা, কেন বসে আছেন আপনারা? পিছনে যান এবং পরিস্থিতি সামাল দিন। কোনও সমস্যা যেন না হয়। আপনাদের কাজ বসে থাকা নয় (TMC Protests)।”

প্রসঙ্গত, এদিন প্রথমে ধর্মতলায় আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরপরে শুরু করেন মিছিল। সংবিধানের কপি হাতে নিয়ে হাঁটা হয় জোড়াসাঁকো পর্যন্ত। প্রায় ৪ কিলোমিটার মতো রাস্তা হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে শেষ হয় ঘাসফুল শিবিরের এই মহামিছিল। তারপর মঞ্চে উঠে একের পর এক প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করেন দুজনে (TMC Protests)।