চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: এই মুহূর্তে এসআইআর নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথে নেমে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। পাশাপাশি, একাধিক ইস্যুতে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো। এই আবহাওয়ায় দলের লিগাল সেল রাজ্যজুড়ে ১০ দিন জনসভা করবে। উত্তরবঙ্গ ও পূর্ব মেদিনীপুরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে খবর।
জানা গিয়েছে, আগামী ১১ থেকে ২০ নভেম্বর লিগাল সেলের তরফ থেকে বিভিন্ন জেলায় জনসভা করা হবে। দরকারি আইনি সহায়তা দেওয়া হবে জনসাধারণকে। এই কর্মসূচি শুরু হবে কলকাতা থেকে। ১১ তারিখ একটি মিছিল হবে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে। এরপর দুপুর তিনটের সময় জনসভা হবে ডোরিনা ক্রসিংয়ে। আরও জানা গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ঘাসফুল শিবিরের লিগাল সেল প্রস্তুতি শুরু করে।
প্রসঙ্গত, এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ঘাসফুল শিবিরের অন্যান্য হেভিওয়েট নেতারা এর বিরোধিতা করেছিলেন। রাজ্যে এসআইআর হবে, এই ঘোষণা হওয়ার পর থেকেই উঠে আসে একের পর এক আত্মঘাতী হওয়ার খবর।
রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে রাজধানীর বুকে আন্দোলন হবে। যদিও তৃণমূল কংগ্রেসের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের বক্তব্য, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে শাসকদল। মঙ্গলবার শাসক শিবির ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করে। এরপর প্রতিবাদ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দেন যে তিনি রাজ্যবাসীর পাশে থাকবেন।