চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk : আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। শুরু হয়েছে নানান রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ‘অপশক্তি’। এই নিয়ে দলীয় কর্মীদেরকে সতর্ক করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।
[ আরও পড়ুন : RG Kar Protest: শ্যামবাজারে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা! ‘রাত দখলে’ ঋতুপর্ণার হেনস্তার নিন্দায় সরব সুদীপ্তা ]
কোচবিহারের মাথাভাঙ্গায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনার কথা উল্লেখ করেন কুনাল। এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি। তাই দলীয় কর্মীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিলেন তৃণমূল নেতা। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাতে লেখেন, ” প্ররোচনায় কেউ পা দেবেন না। মা-বোনেদের প্রতিবাদ আমরাও সমর্থন করছি। গোলমাল করে বাংলাকে অশান্ত করতে চায় বহু অপশক্তি। সতর্ক থাকুন।”
কোচবিহারের মাথাভাঙার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছে @AITCofficial .
যারা করেছে, পুলিশ ব্যবস্থা নিক।
প্ররোচনায় কেউ পা দেবেন না।
মা বোনেদের প্রতিবাদ আমরাও সমর্থন করছি।
গোলমাল করে বাংলাকে অশান্ত করতে চায় বহু অপশক্তি। সতর্ক থাকুন।
দলের কেউ এসবে জড়ালে ছাড় পাবে না।— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 4, 2024
[ আরও পড়ুন : RG Kar Protest: চিকিৎসক ছাত্রীর মৃত্যুতে তোলপাড় দেশ, শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি কবে? ]
গত ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর মৃত্যুর ঘটনায় সুবিচারের দাবিতে দফায় দফায় পথে নামছেন আমজনতা। কখনো মোমবাতি জ্বালিয়ে নিরব প্রতিবাদ আবার কখনো স্লোগানে মুখরিত হয় আকাশ বাতাস। সবার একটাই দাবি ” Justice for RG Kar”। সাধারণ মানুষের আবেগকে সম্মান দেওয়ার বার্তা দিয়েছেন কুনাল ঘোষ। এক্স হ্যান্ডেল এ দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি লেখেন, ” যেখানে যারা প্রতিবাদ কর্মসূচি করছেন, সব চলুক। নাগরিকদের দরকারে সাহায্য করুন। কোথাও বিরোধীরা প্ররোচনা দিলেও তাতে পা দেবেন না। গোলমালে জড়াবেন না। বাংলাকে অশান্ত করতে অশুভ শক্তির চক্রান্ত চলছে। ধৈর্য রাখুন। সাধারণ নাগরিকদের আবেগকে সম্মান দিন।” দলের কেউ যদি এই অশান্তিতে জড়ান তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি এই তৃণমূল নেতার।