ad
ad

Breaking News

Abhishek Banerjee

Abhishek Banerjee: ২০২৬-এর আগে ডিজিটাল যুদ্ধ! বাংলার সম্মান রক্ষায় তরুণদের নিয়ে নয়া কর্মসূচি অভিষেকের, কী এই ‘ডিজিটাল যোদ্ধা’?

বিজেপি-র লাগাতার 'বাংলা-বিরোধী কুৎসা' এবং মিথ্যা প্রচারের জবাব দিতে এবার অনলাইনে ময়দানে নামছে তৃণমূলের 'ডিজিটাল বাহিনী'।

Abhishek Banerjee TMC Launches 'Ami Banglar Digital Yoddha

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের শক্তি বৃদ্ধি করতে জোরালো উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক নতুন ডিজিটাল কর্মসূচির সূচনা করেছেন। বিজেপি-র লাগাতার ‘বাংলা-বিরোধী কুৎসা’ এবং মিথ্যা প্রচারের জবাব দিতে এবার অনলাইনে ময়দানে নামছে তৃণমূলের ‘ডিজিটাল বাহিনী’। এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ (Abhishek Banerjee)।

আরও পড়ুনঃ বাংলায় তৈরি হতে চলেছে ‘মহাশিব’ মন্দির, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এই অনলাইন প্রতিরোধের নেতৃত্ব দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে দলের তরুণ সদস্যদের এগিয়ে দিয়েছেন। নিজের ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বের টুইটার) একটি প্রায় তিন মিনিটের ভিডিও শেয়ারে অভিষেক তাঁর স্পষ্ট বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেন, “আমাদের মাতৃভূমি, প্রিয় বাংলার অহংকার, ঐতিহ্য ধ্বংস করতে নেমেছে বহিরাগত বাংলা বিরোধী জমিদার বাহিনী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা ডিজিটাল মাধ্যমে মিথ্যা ছড়াচ্ছে। এবার তাই আমাদের যুদ্ধও শুরু হলো ডিজিটাল মাধ্যমে।” তিনি আরও জানান, বাংলার সম্মান ও অধিকার ফিরিয়ে আনাই হলো এই কর্মসূচির মূল লক্ষ্য এবং তার জন্য যতদূর লড়াই করতে হয়, তাঁরা ততদূর লড়বেন। এই উদ্দেশ্যেই ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ নামে একটি পোর্টালও চালু করা হয়েছে, যা মূলত দলের তরুণরাই পরিচালনা করবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলার আসল পরিচয় এবং ঐতিহ্যকে তুলে ধরা হবে, যাতে ভারতের প্রতিটি প্রান্তে সেই সত্য পৌঁছে যায় (Abhishek Banerjee)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত মানুষের কাছে আর্জি জানিয়েছেন, যারা বাংলাকে এভাবে অপমানিত হতে দেখতে চান না, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তিনি আহ্বান করেন, “ডিজিটাল যোদ্ধা হিসেবে যোগ দিন, বাংলার ভবিষ্যৎ শক্তিশালী করুন।” উল্লেখ্য, প্রতি বছর নির্বাচনের আগে রাজ্যের শাসকদল নতুন কোনো না কোনো কর্মসূচি নিয়ে আসে। গত ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল, যার ভিত্তিতে পঞ্চায়েত ভোটের বহু প্রার্থী নির্বাচন করা হয়। এবার তিনি সরাসরি ডিজিটাল মাধ্যমে প্রচার এবং বিজেপি বিরোধিতার উপর বেশি জোর দিলেন (Abhishek Banerjee)।