Bangal Jago Desk: অনেক রুটে বন্ধ হয়ে গেলেও শর থেকে উঠে যায়নি ট্রাম। এখন তিলোত্তমার আঁকাবাঁকা পথে এগিয়ে চলে ট্রাম। শহরের এই সুশৃঙ্খল যানকে নিয়ে বাঙালি আজও নস্টালজিক। কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে মানুষের কাছে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তুলতে উদ্যোগ নিল রাজ্য পরিবহণ বিভাগ। এখন চারিদিক আলোয় ঝলমল করছে। আর সেই সময়কে বেছে নেওয়া হল ট্রামের পুনর্জন্ম দিতে। দুর্গাপুজোকে সামনে রেখে নতুন রঙ্গে সাজানো হল শহরের ট্রাম। ধর্মতলাতে সূচনা হল সেই ট্রামের।
উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও ডব্লুবিটিসি-এর চেয়ারম্যান মদন মিত্র। নয়া সাজের এই ট্রামের সূচনা করে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, শহরের অত্যন্ত জনবহুল এলাকাগুলি থেকে কিছু ট্রামের রুট তুলে নেওয়া হবে। কিন্তু, বাকি রুটগুলিতে ট্রাম শুধু চালানোই নয় আকর্ষণীয় সাজে সাজিয়ে তোলা হবে ট্রামগুলি। শহরের রাস্তা থেকে ট্রাম পুরোপুরি তুলে দেওয়া কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের নেই, এদিন বিষয়টি স্পষ্ট করে দেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।তিলোত্তমায় ট্রামের যাত্রাপথের ইতিহাস বহু প্রাচীন।
১৮৭৩ সালে প্রথম চালু হয়েছিল ট্রাম পরিষেবা। আজ দেখতে দেখতে ১৫০ বছরে পা দিল কলকাতার ট্রাম। সেই ঐতিহাসিক ট্রামকে নতুন ভাবে সাজিয়ে তুলতে পদক্ষেপ করল রাজ্যের পরিবহণ দফতর। এর মধ্যে দিয়ে নস্টালজিয়া জীবন্ত হয়ে উঠবে। পুজোয় কলকাতার রাস্তায় চলবে এই বিশেষ ট্রাম। সুসজ্জিত এই ট্রামে চেপেই শহরের বড় বড় পুজো প্যান্ডেল ঘোরা যাবে। এই বিশেষ ট্রাম টালিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটে চলবে।
Free Access