রাহুল চট্টোপাধ্যায়: বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী,গবেষক তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রাক্তন উপাচার্য এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এর প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড: ভাস্কর গুপ্ত জেআইএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন। তিনি নতুন দায়িত্বে যোগদান করেছেন৷ বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ড. গুপ্ত চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষাদান, গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন।
অধ্যাপক ডক্টর ভাস্কর গুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন দীর্ঘ বছর ধরে। উন্নত অ্যান্টেনা সিস্টেম এবং আরএফ প্রযুক্তিতে একজন বিশেষজ্ঞ, ড. গুপ্তর ৩৫০ টিরও বেশি গবেষণামূলক প্রকাশনা, তিনটি বই এবং অসংখ্য সরকারী অর্থায়িত গবেষণা প্রকল্প রয়েছে।
তিনি ৩৬ জন পিএইচ.ডি. স্কলার এবং ভবিষ্যত গবেষকদের পরামর্শ প্রদান করেছেন। তিনি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া) প্রদত্ত লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছেন। একাধিক পেশাদার সংস্থার ফেলো এবং রেল-টেল এবং ডি এফ সি সি আই এল এর ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সহ একাধিক সম্মানজনক ও মর্যাদাপূর্ণ একাডেমিক এবং সরকারী প্যানেলে কাজ করেছেন।
এই প্রসঙ্গে জে আই এস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তথা জে আইএস বিশ্ববিদ্যালয়-এর আচার্য সর্দার তরনজিৎ সিং বলেন, ‘অধ্যাপক ড. ভাস্কর গুপ্তের দূরদর্শী একাডেমিক নেতৃত্ব এবং গবেষণার উৎকর্ষের প্রতি অতুলনীয় প্রতিশ্রুতি জে আই এস বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধিক এবং উদ্ভাবনী ইকোসিস্টেমকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরবর্তী অধ্যায়ে এমন একজন অটল নেতৃত্বকে পেয়ে আমরা খুবই সৌভাগ্যবান৷’