ad
ad

Breaking News

Weather

Weather Update: তপ্ত শহরের বুকে নামবে বৃষ্টি, স্বস্তির বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী

বিগত দুদিন থেকে তাপমাত্রা কিছুটা কমেছে দক্ষিণবঙ্গসহ গোটা রাজ্য। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে রবিবার থেকে ঝড় বৃষ্টি পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।

Weather Update : The rain will fall on the heart of the hot city, the people of Bengal are waiting for the rain of relief

Bangla Jago Desk : বৈশাখ পড়তে না পড়তে তীব্র দাবদাহে নাজেহাল হয়েছিল রাজ্যবাসী। তবে বিগত দুদিন থেকে তাপমাত্রা কিছুটা কমেছে দক্ষিণবঙ্গসহ গোটা রাজ্য। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে রবিবার থেকে ঝড় বৃষ্টি পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে , রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বীরভূম, নদীয়া , মুর্শিদাবাদ , উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা , পূর্ব মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে । পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে । আর এই বৃষ্টিপাতের ফলে এই তীব্র গরমের থেকে কিছুটা স্বস্তি পাবে রাজ্যবাসী। হাওয়া অফিসে তরফ থেকে আরো জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার ফলে এই বৃষ্টিপাত তৈরি হয়েছে। তবে এই বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ খুব একটা হেরফের হবে না ।

মৌসুমী ভবন থেকে এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ার পরই , সমুদ্রবর্তী এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি , কোচবিহার, আলিপুরদুয়ারের একাংশ জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেশ রবিবার উত্তরবঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে ।