সংগৃহীত
Bangla Jago Desk: সিবিআইয়ের পর সন্দীপ ঘোষের বাড়িতে ইডি হানা। শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী সহ সন্দীপের বেলেঘাটার বাড়ির সামনে পৌঁছন ইডির আধিকারিকেরা। সন্দীপের বাড়ি বাইরে থেকে তালাবন্ধ হওয়ায় কিছু ক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে ফিরে যান ইডির আধিকারিকেরা। তবে সন্দীপের বাড়ির ভিতরে ঢুকতে না পারলেও হাওড়ার বিপ্লব সিংহ, কৌশিক কোলে ও সুভাষগ্রামে প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি অভিযান চালায় ইডি।
উল্লেখ্য, সিবিআইয়ের একটি দল গত ২৫ আগস্ট সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দিয়েছিল। সন্দীপ ঘোষ সিবিআইকে ৭৫ মিনিট নিজের বাড়ির বাইরে অপেক্ষা করায়। সিবিআই কর্তারা সন্দীপের বাড়িতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছে। এ ছাড়া, আদালত সিবিআইয়ের হাতে হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও তুলে দিয়েছে। ২৪ অগস্ট আর্থিক অনিয়মের মামলায় এফআইআরও করে সিবিআই। দু’টি মামলাতেই কেন্দ্রীয় সংস্থার জোড়া আতশকাচের নীচে ছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।