Bangla Jago Desk: ঐতিহ্যের শহরে রূপের বাহারের শেষ নেই। ঝাঁচকচকে রাস্তার সঙ্গে সামঞ্জস্য রেখে, রেলিংয়ের রং নীল-সাদা করা হয়।শান্তির শহরের সৌন্দর্য ফুটিয়ে তুলতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।যাতে বিশ্বখ্যাত এই নগরের নজরকাড়া স্থাপত্য-ভাস্কর্ষের মতো পরিবহণেও আলাদা টাচ দেওয়া যায়।সেইমতো পরিবহণ দফতর সরকারি বাসের রূপবদলে উদ্যোগী হয়েছে। শৈল্পিক ভাবনাকে অগ্রাধিকার দিয়ে বাসগুলোকে রঙিন আবহে ভরিয়ে তোলা হচ্ছে। দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা পাওয়ায় বিদেশীরা আসছেন।অতিথি-অভ্যাগতদের বিশ্বমাণের পরিষেবা প্রদান করতে রাজ্য সরকার সমান উদ্যোগী।
উন্নত-আধুনিক পরিকাঠামো সম্পন্ন বাস সাধারণ মানুষকে উপহার দিতে পেরে সরকারও দায়বদ্ধতার বার্তা দিতে চায়। পুজোর মরসুমে সুসজ্জিত- স্পেশাল বাসের উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।তিনি সবুজপাতাকা নেড়ে পরিবেশবান্ধব বাসের যাত্রাপথের সূচনা করেন।৭৭৫টি সরকারি বাসে নীল-সাদা রং করা হচ্ছে।রঙিন সফরের মিশন পূরণে ব্যয় ৬.৭২ কোটি টাকা । সড়ক- সফরকে আকর্ষণীয় করার ভাবনা পুজোয় স্বাচ্ছন্দ্যপূর্ণ বাস পেয়ে খুশি যাত্রীরা।মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরেই রাজ্যে সৌন্দর্যায়নের জন্য নীল সাদা রং কে বেছে নেওয়া হয়।
স্কুল কলেজ থেকে ফুটপাতের রেলিং নীল সাদা হয়ে উঠেছে। এবার কলকাতার বাস ট্রাম হচ্ছে নীল সাদা। রাজ্য পরিবহন নিগমের পরিকল্পনা অনুযায়ী,, আগামী দিনে রাজ্য পরিবহন বিভাগের সমস্ত বাসের পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ করে প্রতিটি কে রঙিন করে তুলে সাধারণ মানুষের কাছে আরো আকর্ষণীয় করে তোলা হবে বলেও জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।পুজো প্যাকেজের মতোই এই পরিবহণের ভোলবদল আসলে যাত্রীদের সুখী সফরে সাহায্য করা বলে মনে করেন পরিবহণের কর্তারা।রাজ্য সরকার চায়,গণপরিবহণকে গতিশীল করার মতোই দৃষ্টিনন্দন করতে।
Free Access