চিত্র: নিজস্ব
Bangla Jago Desk: সুমিত দে: শহরে দালাল চক্রের দাদাগিরি চলবে না। নাগরিক পরিষেবা প্রদানে আরও দায়িত্বশীল ভূমিকা পালনে এগিয়ে এল কলকাতা পুরপ্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো ঠিকা প্রজা অর্ন্তভূক্তিকরণের কাজ শুরু করতে চলেছে পুরসভা।শনিবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে মহানাগরিক ফিরহাদ হাকিম স্পষ্ট করেন, ৬মাসের জন্য এই ঠিকা প্রজাদের কথা ভেবে ফর্ম দেওয়া শুরু হবে।
কলকাতার সব শ্রেণির নাগরিকদের সুরক্ষিতও স্বত্ত্বাধিকার বজায় রাখার জন্য ঠিকা প্রজাদের স্বার্থে মেগা সিদ্ধান্ত কলকাতা পুরসভার। মেয়রের স্পষ্ট বার্তা, ঠিকা প্রজা অর্ন্তভূক্তিকরণে কোনওরকম দালাল চক্র চলবে না। বোরো অফিসে যে ফর্ম দেওয়া হবে সেই অনুযায়ী আবেদন করতে হবে। ফর্ম যিনি নেবেন তাঁকে পরিচয়পত্র দেখাতে হবে,যাতে কোনও দালাল এই সুবিধা না পায়। শনিবার থেকেই এই ফর্ম ঠিকা প্রজারা পরিচয়পত্র দেখিয়ে নিতে পারবেন বলেও স্পষ্ট করেন মহানাগরিক।
কলকাতাকে গ্রিন ও ক্লিন রাখার জন্য পুরপ্রশাসনের স্পেশাল ড্রাইভ। কোনও ভাবেই যাতে কেউ জঞ্জাল নিয়ে কিছু বলতে না পারে,সেজন্য সচেতনতায় জোর দিচ্ছে কলকাতা পুরসভা। এবার নাগরিকরা জঞ্জাল পড়ে থাকলে তা দেখে ছবি তুলে পাঠালে সেই স্পট স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হবে। পুরপ্রশাসনের তরফ থেকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর শুরু করা হয়েছে। এই হোয়াটসঅ্যাপে বলা হচ্ছে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে যেকোনো ওয়ার্ডে রাস্তাঘাটে যদি আবর্জনা নোংরা কেউ দেখতে পায় তৎক্ষণায় ছবি তুলে এই হোয়াটসঅ্যাপে দিলে পড়ে মাত্র চার ঘন্টার মধ্যে সেই নোংরা সাফাই করবে কলকাতা পুরসভা। ৯০৭৩৩৬৭৮৮৩-এই নম্বরে ছবি পাঠাতে হবে যেকোনও নাগরিকরা। কলকাতাকে জঞ্জাল মুক্ত করতে উদ্যোগ আগামীদিনে সাড়া ফেলবে বলে আশা পুরপ্রশাসনের।নাগরিক স্বাচ্ছন্দ্যের মতোই পরিষেবার মাণোন্নয়নও পরিবেশ বান্ধব শহর গড়ার কাজ যে আলাদা গতি পাচ্ছে তা এই প্রয়াস থেকেই পরিষ্কার।