গ্রাফিক্স
Bangla Jago Desk: আর জি কর কাণ্ড নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি তোলপাড়। এই কাণ্ডের পর কর্মবিরতি ডাক দিয়েছে আন্দোলনকারী চিকিৎসকেরা। আর এই পরিস্থিতির মধ্যে সোমবার নির্যাতিতার তার বাড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবী জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করা হয়েছে। মঙ্গলবার তার শুনানি হওয়ার কথা।
প্রসঙ্গত, এই ঘটনায় জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি ডাকে কার্যত চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে। আর এইসব পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়ি যাওয়া তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করছে অনেকেই। এই ঘটনা ঘটার পর রাজ্য সরকারের ওপর আস্থা রাখার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি নির্যাতিতার মা বাবা রাজ্য সরকারের ওপর আস্থা রেখেছে সেই কথা তারাও জানিয়েছিলেন। তবে নির্যাতিতা পরিবারের দাবি, তাদের মেয়ের উপর ভীষণ চাপ ছিল।
নির্যাতিতার মা এমনও বলেছেন , তাদের মেয়ে বলতেন, তার আরজি করে যেতে ভালো লাগেনা। কাজ ঠিক মতো করতে পারে না । এই ঘটনার প্রসঙ্গে কলকাতা পুলিশ ইতিমধ্যে আশ্বাস দিয়েছে, এই ঘটনার দ্রুত কিনারা করবেন তারা। এমনকি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়ে গিয়েছে। পুলিশের দাবি খুব তাড়াতাড়ি এই ঘটনা পূর্ণসত্য খুব তাড়াতাড়ি সামনে আসবে।
উল্লেখ্য, আরজিকর কাণ্ডে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে ও। তিনি জানান প্রয়োজনে অপরাধীর ফাঁসি দেওয়া হোক। এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সিবিআই বা অন্য কোন সংস্থা চাইলে এই ঘটনার তদন্ত করতে পারে তাতে তার কোন আপত্তি নেই। তবে এখন এটাই দেখার বিষয়। নির্যাতিতা পরিবারের সাথে দেখা করার পর তিনি আর কোন বার্তা দেন কিনা।