ad
ad

Breaking News

Weather

বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা, কেমন থাকবে আজকের আবহাওয়া?

আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

Temperatures will rise in South Bengal, how will the weather be today?

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: রাজ্য জুড়ে ফের শুরু তাপপ্রবাহ। আগামী ৩ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেইসঙ্গে পশ্চিমী জেলার তাপমাত্রা কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, চলতি সপ্তাহের শেষে  কলকাতায় ৩৬/৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় ৩৮/৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

আরও পড়ুনঃ লন্ডনের ‘ঐতিহাসিক উদ্যান’ হাইডপার্ক বিলেতের মানুষের কাছে মেগা ল্যান্ডমার্ক

দক্ষিণের মত উত্তরবঙ্গে আবহাওয়ার একই পরিস্থিতি থাকবে। আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বৃহস্পতিবার বেশিরভাগ জেলায় শুষ্ক হওয়া পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা।  শুক্রবার ও শনিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।  দার্জিলিং,  কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে।  আজ কলকাতার  সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৯২ শতাংশ।