ad
ad

Breaking News

Bengal Weather

আসছে শীত! তাপমাত্রা নামার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর

তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

temperature-drops-winter-forecast-weather-office-update

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হবে। এর ফলে সমুদ্র থাকবে উত্তাল, তাই ইতিমধ্যেই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।  

তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হবে উত্তরের ঠান্ডা হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আবার শহরে ফিরতে পারে শীতের আমেজ। রবিবার রাতে কলকাতার তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রির ঘরে। আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আজ, বুধবার থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতি ও শুক্রবারে ঠান্ডার আমেজ কিছুটা গায়েব হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া এখন বেশ মনোরম। মেঘমুক্ত ও শুষ্ক হাওয়ার কারণে ক্রমশ নামছে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্র ও শনিবারের মধ্যে দার্জিলিংয়ের রাতের তাপমাত্রা নেমে আসতে পারে ৭ থেকে ৮ ডিগ্রির ঘরে।

সব মিলিয়ে, দক্ষিণে নিম্নচাপের প্রভাবে সাময়িক আর্দ্রতা ও বৃষ্টি থাকলেও, উত্তরবঙ্গে নামতে শুরু করেছে শীতের আনাগোনা — একদিকে নিম্নচাপ, অন্যদিকে ঠান্ডার আগমন, দুই মিলে বদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া চিত্র।