Bangla Jago Desk: বিধানসভায় এসে নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভিআনন্দ বোস। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত ৬ প্রতিনিধির শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হবে বিধানসভায়। রাজভবনের বার্তা মেলার পরই অধ্যক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করতে চান। শনিবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জল্পনা বিধানসভায় মুখ্যমন্ত্রী-রাজ্যপালের সাক্ষাত্ হওয়ার সম্ভাবনা রয়েছে। সায়ন্তিকা,রায়াত হোসেনের শপথ নিয়ে যে টানাপোড়েন চলে সেই ছবি এবার দেখা যাবে না। কারণ রাজ্যপাল স্বতঃপ্রণোদিতভাবে জানিয়ে দিয়েছেন, তিনি বিধানসভায় এসেই তিনি শপথ গ্রহণ করাবেন।
উল্লেখ্য,সম্প্রতি নির্বাচনে, সিতাই, তালডাংরা, নৈহাটি, মেদিনীপুর, মাদারিহাট, হাড়োয়া থেকে জয়ী হয়েছেন ৬ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। সেই প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করাবেন। বিধানসভা সূত্রের খবর, ইতিমধ্যেই রাজভবন থেকে সেই বার্তা রাজ্য বিধানসভার অধ্যক্ষের অফিসে এসেছে। তাই অধ্যক্ষ এই বিষয়ে প্রস্তুতি শুরু করতে চান।ইতিমধ্যেই রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিয়মমাফিক ৬ বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয় নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন।
এরপরেই শুক্রবার সন্ধের দিকে রাজভবন থেকে সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা বলা হয়েছে বলেই বিধানসভা সূত্রের খবর। রাজ্যপাল নিজেই আসবেন এবং শপথ গ্রহণ করাবেন বলেই রাজভবন থেকে জানানো হয়েছে বলেই সূত্রের খবর। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ৬ জন উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস।ফলে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে শপথবাক্য পাঠ করানো নিয়ে দুবার রাজ্য-রাজ্যপাল সংঘাত হয়েছিল। প্রথমবার রাজ্যপাল বলেছিলেন তিনি রাজভবনে শপথবাক্য পাঠ করাতে চান।
সেবার জয়ী প্রার্থীরা রাজভবনে গিয়ে শপথ নিতে চাননি।শপথবাক্য পাঠ করানো নিয়ে সংঘাত শুরু হয়েছিল আরও একবার। বিধানসভা থেকে জয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করানোর আবেদন গেলেও রাজভবন থেকে কোনও সাড়া মেলেনি। এরকম এক পরিস্থিতিতে স্পিকার নিয়ম মেনে জয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করিয়ে দেন। এনিয়ে রাজ্যপালের তরফে আপত্তি তোলা হয়েছিল। এই সংঘাতের মধ্যেও উপনির্বচনে জয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করানোর অনুরোধ করা হয় রাজ্যের তরফে। তবে এবার শোনা যাচ্ছে রাজ্যপাল জয়ী ৬ প্রার্থীকে শপথবাক্য পাঠ করানোর ইচ্ছে প্রকাশ করেছেন।
বিধানসভাকে তা জানিয়েও দিয়েছেন। শপথবাক্য পাঠ করানোর জন্য তিনি বিধানসভায় আসবেন। এমনটাই জানা যাচ্ছে। রাজপালের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রাক্কালে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন। সেখানে তিনি জানান, রাজ্যের উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে একসাথে কাজ করতে চান। উপনির্বাচনে জয়ী ৬ প্রার্থীকে শপথবাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল এগিয়ে আসায় রাজ্য-রাজ্যপাল সখ্য সম্পর্ক তৈরি হওয়ার দরজা খুলল বলে পর্যবেক্ষকরা মনে করছেন।