Bangla Jago Desk: হাইকোর্টে ঢুকতে গিয়ে পুলিশকর্মীর সঙ্গে অভব্য আচরণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কর্তব্যরত এক পুলিশকর্মী তাঁকে শুধু নিয়মমাফিক অনুরোধ করেন যে সঙ্গে বন্দুক থাকলে সেটা যেন বাইরে রেখে যান, আর তাই শুনেই ক্ষেপে ওঠেন শুভেন্দু। উল্টে দু’কথা শুনিয়ে দিলেন কর্তব্যরত পুলিশকর্মীকে। ঘটনার সূত্রপাত কিভাবে?
জানা গিয়েছে, শুক্রবার হাইকোর্টে একটি মামলা দায়ের করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর নিরাপত্তারক্ষীদের বাইরে রেখে বি-গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে যান তিনি এবং তাঁর আইনজীবীরা। এমন সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকা এক কর্তব্যরত পুলিশকর্মী শুভেন্দুকে বলেন, ‘‘বন্দুক থাকলে বাইরে রেখে যাবেন। ভিতরে নিয়ে যাওয়া যাবে না।’’ পুলিশকর্মীর মুখে এ কথা শুনেই রেগে যান শুভেন্দু। পাল্টা পুলিশকর্মীকে প্রশ্ন করেন, “রাজ্যের কোনও মন্ত্রী এলে তিনি এ কথা বলতে পারবেন তো?” পুলিশকর্মী এই প্রশ্ন শুনে হেসে ফেলেন। শুভেন্দু বলতে থাকেন, ‘’৪৬ শতাংশ ডিএ কম পান। তাঁবেদারি বন্ধ করুন।’’
যদিও পুলিশের এখানে কোনও দোষই দেখছে না ওয়াকিবহাল মহল। কারণ, পুলিশ তাঁর কাজই করছিল। কিন্তু প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারী কোন এক্তিয়ারে একজন পুলিশকর্মীর সঙ্গে এভাবে ব্যবহার করলেন। দৈনন্দিন নানা কাজকর্মে বাধা দিচ্ছে পুলিশ। এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।
Free Access