ad
ad

Breaking News

Survivor Condition

কেমন আছেন কসবা কাণ্ডের নির্যাতিতা? জানাল পরিবার

বলা বাহুল্য, অতীতে মনোজিত যেই অপরাধগুলি করেছিলেন, তা জনসম্মুখে আসতেই গা শিউরে উঠেছে রাজ্যবাসীর।

Survivor Condition: How Is the Survivor Now?

চিত্র : সংগৃহীত

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনা এখন এক বড় রাজনৈতিক আলোচনার বিষয় বাংলায় (Survivor Condition)। প্রতিনিয়তই, ঘটনাকে কেন্দ্র করে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। শুধু তাই নয়, এর আগে মূল অভিযুক্ত মনোজিত যে কুকীর্তিগুলি করেছিলেন, সেগুলিও প্রকাশ্যে এসেছে। বলা বাহুল্য, অতীতে মনোজিত যেই অপরাধগুলি করেছিলেন, তা জনসম্মুখে আসতেই গা শিউরে উঠেছে রাজ্যবাসীর।

[আরও পড়ুন: Himachal: হড়পা বানে মৃত্যু হল একই পরিবারের সকলের, প্রাণে রক্ষা পেল ১১ মাসের শিশু]

কিন্তু এর মাঝে জানা গেল ঠিক এই মুহূর্তে কেমন আছেন নির্যাতিতা ছাত্রী। এক ইংরেজি সংবাদমাধ্যমকে তাঁর বাবা এই যাবতীয় সবকিছু জানিয়েছেন। তাঁর বক্তব্য, “আপাতত মেয়েকে আমরা এক গোপন জায়গায় রেখেছি। ও এখনও ট্রমায় রয়েছে। আমরা চাই যারা এই অপরাধের সঙ্গে যুক্ত, তাদের যেন কঠিনতম শাস্তি হয়। আমাদের মেয়েকে যেই চিকিৎসা দেওয়া দরকার, সেটা আমরা দিচ্ছি। এখন ওর পরিস্থিতির স্থিতিশীল। ধীরে ধীরে রিকভার করছে (Survivor Condition)।”

অন্যদিকে, নির্যাতিতার আঙ্কেলের বক্তব্য, “যেদিন ঘটনাটি ঘটে, সেদিন ওর বাবাকে ও ফোন করেছিল এবং বলেছিল যে ও বিশাল বিপদে রয়েছে। আমাদেরকে ক্যাম্পাসে ডাকা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওর বাবার সঙ্গে আমি ওখানে গিয়েছিলাম। তখন ও আমাদেরকে কি করা হয়েছিল ওর সঙ্গে। তখন রাত সাড়ে ১২টা। ওকে আমরা বাড়িতে ফিরিয়ে আনি। পরদিন বিকেল পাঁচটা নাগাদ অভিযোগ দায়ের করা হয় পুলিশে (Survivor Condition)।”

[আরও পড়ুন: Celebrity Tribute: শেফালিকে হারিয়ে ভেঙে পড়েছেন পরাগ, আবেগঘন পোস্ট অভিনেতার]

উল্লেখ্য, অভিযোগেই মনোজিত ও তাঁর সঙ্গে যুক্ত অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে পুলিশ। যদিও মনোজিতের বক্তব্য, তিনি যা কিছু করেছেন, সব নির্যাতিতার সম্মতিতেই করেছেন। কিন্তু তদন্তের প্রতিটা ধাপেই তাঁকে নিয়ে যেই তথ্য উঠে আসছে, তাতে এটা স্পষ্ট যে তাঁর উপর বিপদের কালো ছায়া নেমে এসেছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত মনোজিত ও তাঁর বাহিনীর পরিণতি কি হয়। কোন পথে এগোচ্ছে এই ঘটনার তদন্ত, সেটাই এখন দেখার (Survivor Condition)।