ad
ad

Breaking News

Sukanta Majumdar

Sukanta Majumdar: বাংলার আইনের সঙ্গে যৌনকর্মীদের তুলনা! বিতর্কে সুকান্ত, তৃণমূলের ক্ষোভে উত্তাল রাজনীতি

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে থাকা অবস্থায় পুলিশের উদ্দেশ্যে সুকান্ত বলেন—“আপনারা আইনটাকে সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করেছেন।

Sukanta Majumdar Sparks Outrage With Sex Worker Remark

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: একাধারে অধ্যাপক, দুইবারের জয়ী সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি—সুকান্ত মজুমদার। রাজনৈতিক মহলে তাঁর অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও, এবার বিতর্কে জড়ালেন তিনি এক আপত্তিকর মন্তব্য করে (Sukanta Majumdar)।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে থাকা অবস্থায় পুলিশের উদ্দেশ্যে সুকান্ত বলেন—“আপনারা আইনটাকে সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করেছেন। পশ্চিমবঙ্গের আইনটা।” ৮ সেকেন্ডের ওই ভিডিওটি বিজেপি বিরোধী রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে সরাসরি এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয় (Sukanta Majumdar)।

আরও পড়ুন: Rail: ৬ হাজারের বেশি শূন্যপদে রেলে প্রযুক্তিবিদ নিয়োগ

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, “গত কয়েকদিন ধরেই সুকান্ত মজুমদার কুৎসিত ও অসম্মানজনক মন্তব্য করে চলেছেন। এবার সোজাসুজি সোনাগাছির সেক্স ওয়ার্কারদের অপমান করলেন। রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে কীভাবে একজন জনপ্রতিনিধি এইরকম বিকৃত তুলনা করতে পারেন?” তিনি আরও বলেন, “এই মা-বোনেরা এক যন্ত্রণাদায়ক, বৈষম্যভরা জীবনের মধ্যে দিয়ে যান। তাঁরা বাধ্য হয়ে ওই পেশায় রয়েছেন। তাঁদের সংগ্রাম, কষ্ট, অপমান, এবং শ্রমের লড়াইকে সম্মান না করে তাঁদের অপমান করা খুবই লজ্জাজনক। সুকান্ত কোন যুগে বাস করেন? এটা কি মধ্যযুগীয় মানসিকতা নয়?” (Sukanta Majumdar)

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

কুণাল ঘোষ আরও দাবি করেন, “এই মন্তব্য শুধু সোনাগাছির যৌনকর্মীদের নয়, গোটা সমাজের নারীসমাজের অপমান। বিজেপির এক সাংসদ আগেই বলেছিলেন বীরবাহা হাঁসদাকে ‘জুতোর তলায় রাখা উচিত।’ আজ আবার একজন কেন্দ্রীয় মন্ত্রী যৌনকর্মীদের অপমান করছেন। এটাই বিজেপির নারী সম্পর্কে দৃষ্টিভঙ্গি।” তৃণমূল কংগ্রেসের তরফে দাবি জানানো হয়েছে, সুকান্ত মজুমদার যেন অবিলম্বে সোনাগাছির যৌনকর্মীদের কাছে হাতজোড় করে ক্ষমা চান (Sukanta Majumdar)।