ad
ad

Breaking News

Nabanna

মুর্শিদাবাদের বিক্ষিপ্ত অশান্তি নিয়ে ৯সদস্যের সিট গঠন রাজ্যের

নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার।

State to form 9-member assembly over sporadic unrest in Murshidabad

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk: মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ও জঙ্গিপুর মহকুমার একাংশে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় ৯সদস্যের সিট গঠন করল রাজ্য সরকার। নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার। শান্তি বজায় রাখতে প্রশাসন যে রাফ অ্যান্ড টাফ তাও স্পষ্ট করেছেন জেলা প্রশাসনের কর্তারা। পুলিশ কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করায় স্বাভাবিক ছন্দ বজায় রয়েছে জেলায়।

শান্তিপূর্ণ প্রতিবাদ করতেই পারেন,কিন্তু আইন হাতে তুলে নেবেন না।ওয়াকফ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি আশ্বস্ত করেছেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সজাগ প্রশাসন।একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি রক্ষায় আইনের রক্ষকদের কড়া হাতে বিশৃঙ্খলা দমনের নির্দেশও দিয়েছেন।

শীর্য নেতৃত্বের নির্দেশমতো, ঘটনার পরই মুর্শিদাবাদ চলে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।বিভিন্ন জেলা থেকে ‘দক্ষ’ ২৩ জন পুলিশ আধিকারিককেও পাঠানো হয় সেখানে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। খুলেছে দোকান-পাট, বন্ধ দোকান খুলতে আবেদন করছেন প্রশাসনের কর্তারা।কেন মুর্শিদাবাদে বিচ্ছিন্ন অশান্তি দেখা যায়,তার তদন্ত করে দেখছে প্রশাসন।এর মাঝে,জঙ্গিপুর ও শামসেরগঞ্জের তদন্তের জন্য তৈরি করা হল  সিট। ৯সদস্যের সিটে রয়েছেন  অতিরিক্ত 

দ্রুত তদন্ত করে অপরাধীদের খোঁজার মাঝেই নাগরিকদের শান্তি রক্ষার আবেদনও করছেন পুলিশ কর্তারা। শান্তি রক্ষার কথা ভেবে কাউন্সিলরদের নিয়ে এলাকায়  মাইকিং করেন  তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলাম। চলছে পুলিশি টহলদারি,রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।

পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হতেই শমসেরগঞ্জ বাদে জেলার বাকি অংশে ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে। তবে এখনও এই এলাকাগুলি থেকে ১৬৩ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়নি। আপাতত বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬৩ ধারা বলবৎ থাকবেমুর্শিদাবাদে অশান্তি: ৯ সদস্যের সিট গড়ল রাজ্য, নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার